হিন্দু রীতি মেনে বিয়ে করলেন চ্যাপলিনের নাতি মার্ক
২২ ফেব্রুয়ারি ২০১১বরের বয়স ষাট বছর৷ আর কনে টেরা টিফানি'র বয়স বাহান্ন৷ ভারতের কর্ণাটক রাজ্যের গোকর্ণে আয়োজন করা হয় এই বিয়ের৷ আর বিয়ে হয় রীতিমতো হিন্দু আচার-অনুষ্ঠান মেনে৷ যদিও তাঁরা হিন্দু নয় এবং দু'জনেই এসেছেন যুক্তরাষ্ট্র থেকে৷
কিন্তু স্বভাবতই সবার মনে প্রশ্ন জেগেছে, ভারতে এসে এবং হিন্দু আচার-অনুষ্ঠান মেনে কেন এই বিয়ে? উত্তরে জানা যায়, গত প্রায় চল্লিশ বছর ধরে ভারতে যাওয়া আসা মার্কের৷ যাওয়া-আসার সূত্র ধরে হিন্দু সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান তাঁদের দু'জনকেই মুগ্ধ করেছে৷ বিশেষ করে গত দু'দশকে তাঁরা নাকি ভারতের ধ্রুপদী সংগীত, পুরাণ, রামায়ণ, হরিকথা, শ্যাম কীর্তন এবং সনাতন জীবনযাপন নিয়ে যুক্তরাষ্ট্রে বেশ কিছু সেমিনারও করেছেন৷
এখন বেশ ভালো তবলা বাজাতে পারেন মার্ক৷ স্ত্রী টেরা বাজাতে পারেন হারমোনিয়াম৷ টেরা বলেন,‘‘ভারতের উচ্চাঙ্গ সংগীত আমার খুব ভালো লাগে৷ কন্নড় ভাষায় গাইতে পারি পদাবলী এবং কৃষ্ণ ভজন৷''
অন্যদিকে গুণী দাদার যোগ্য নাতি মার্ক৷ কন্নড়, মালায়ালাম, হিন্দি, তামিল এবং বাংলা ভাষায় কথা বলতে পারেন অনর্গল৷ গবেষণা করছেন মারাঠী কবি সন্ত তুকারাম, জ্ঞান দেব এবং সমর্থ রাম দাসকে নিয়ে৷ এরই মধ্যে বেশ কিছু ক্যাসেট এবং সিডিও বের করেছেন কীর্তন এবং ভোজন নিয়ে৷ আর স্বামী-স্ত্রী দু'জনই স্বামী রামদাস এবং স্বামী সচ্চিদানন্দের দারুণ ভক্ত৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন