হিন্দুত্ববাদীদের বিক্ষোভের মুখে মুক্তি পাচ্ছে পদ্মাবত
রাত পোহালেই দেশ-বিদেশে মুক্তি পাওয়ার কথা সঞ্জয়লীলা বনসালীর ‘পদ্মাবত’৷ সুপ্রিম কোর্ট এবং ফিল্ম সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও বেশ কয়েকটি উগ্র হিন্দু সংগঠন সাম্প্রদায়িক উস্কানিমূলক দাবি তুলে ছবিটি বন্ধ করার ফতোয়া জারি করেছে৷
২৫ ডিসেম্বর, ২০১৬
হিন্দুত্ববাদীদের অভিযোগ, ছবিতে হিন্দু রানি পদ্মাবতীর সঙ্গে মুসলিম রাজা আলাউদ্দিন খিলজির অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে, যা ইতিহাসসম্মত নয়৷ ২০১৬ সালের ২৫ ডিসেম্বর থেকে বিতর্ক শুরু হয়৷ সেটে আঘাত পান এক চিত্রশিল্পী৷ পরে তাঁর মৃত্যু হয়৷ তাঁর পরিবারকে ২৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়৷
২৭ জানুয়ারি, ২০১৭
পদ্মাবতীর বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলে রাজপুত করণী সেনা৷ হিন্দু রানির সঙ্গে মুসলিম রাজার সম্পর্ক নিয়ে সাম্প্রদায়িক বিতর্ক তোলে তারা৷ সেটেই আক্রান্ত হন পরিচালক সঞ্জয় লীলা বনসালী৷ যদিও পরিচালক বিবৃতি দেন, ছবিতে রানি পদ্মাবতী এবং আলাউদ্দিন খিলজির মধ্যে কোনো আপত্তিকর দৃশ্য নেই৷
৬ মার্চ, ২০১৭
জয়পুরের চিতোরগড়ে পদ্মিণী মহলে ঢুকে হামলা চালায় করণী সেনা৷ ছবিতে যে আয়নার মাধ্যমে পদ্মাবতীকে আলাউদ্দিনের দেখার কথা ছিল, তা ভেঙে দেওয়া হয়৷ দেশ জুড়ে শুরু হয় হিংসাত্মক প্রতিবাদ৷
২১ সেপ্টেম্বর, ২০১৭
সোশ্যাল নেটওয়ার্কে পদ্মাবতীর প্রথম পোস্টার মুক্তি পায়৷ ছবি মুক্তিতে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়৷ দু’দিন বাদে জয়পুরে একটি সিনেমা হলের বাইরে ছবির পোস্টার পুড়িয়ে দেওয়া হয়৷
২৫ অক্টোবর, ২০১৭
ছবির প্রথম গান মুক্তি পায়৷ ‘ঘুঙর’৷ পদ্মাবতীর চরিত্রে সেখানে অভিনয় করেছেন দীপিকা৷ দীপিকার নাচ এবং পোশাক নিয়ে বিতর্ক শুরু হয়৷ প্রশ্ন ওঠে, কেন তাঁর পেট দেখা যাচ্ছে?
১৬ নভেম্বর, ২০১৭
১ ডিসেম্বর দেশ জুড়ে ‘বনধ’ ডাকে করণী সেনা৷ অন্যদিকে এর ১ দিন বাদে সেন্সর বোর্ড ছবিটি নির্মাতাদের কাছে ফেরত পাঠায়৷ প্রতিবাদ চলতেই থাকে৷ করণী সেনা পোস্টার পোড়ায়৷
১৯ নভেম্বর, ২০১৭
হরিয়ানার বিজেপি নেতা সুরজপাল আমু বনসালী এবং দীপিকার মাথার দাম ঘোষণা করেন৷ বিক্ষোভ জারি থাকে৷
৩০ ডিসেম্বর, ২০১৭
কেন্দ্রীয় সেন্সর বোর্ড নির্দেশ দেয় ছবির নাম ‘পদ্মাবতী’র বদলে ‘পদ্মাবত’ করতে হবে৷ বদলাতে হবে ছবির চারটি অংশ৷
১ জানুয়ারি, ২০১৮
তৃতীয়বার চিঠি পাঠায় মেবারের রাজ পরিবার৷ অভিযোগ, তাদের আপত্তি সত্ত্বেও সেন্সর বোর্ড পদ্মাবতী মুক্তির ছাড়পত্র দিয়েছে৷
১৮ জানুয়ারি, ২০১৮
সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কোনো রাজ্য আলাদা করে ‘পদ্মাবত’এর প্রদর্শন নিষিদ্ধ করতে পারবে না৷