হিমালয়ের বরফ গলছে:শঙ্কায় শতকোটি মানুষ
২০ জুন ২০১৯বুধবার সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন, গত শতকের তুলনায় হিমালয়ের হিমবাহ এখন দ্বিগুণ হারে গলছে৷ ২০০০ সাল থেকে বছরে শতকরা এক ভাগ করে গলছে বরফ৷ এর ফলে বছরে সাড়ে পাঁচ ফুট (৫০ সেন্টিমিটার)-এর চেয়েও বেশি করছে কমছে বরফ৷ আগের ২৫ বছরের তুলনায় দ্বিগুণ হারে কমছে বরফ৷ বরফ এই হারে গলায় বিজ্ঞানীরা শঙ্কিত৷ তারা বলছেন, এর ফলে ভারত, চীন, নেপাল, ভুটানসহ এশিয়ার কয়েকটি দেশের অন্তত একশ' কোটি মানুষের জন্য পানির সংকট দেখা দিতে পারে৷
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হিমবাহ গবেষক জোশুয়া মাউরার বলেন, ‘‘যে হারে বরফ কমছে তা সত্যিই আশঙ্কাজনক, তবে বরফ গলার হার দ্বিগুন বেড়ে যাওয়াটা আরো বেশি আশঙ্কাজনক৷'' বিজ্ঞানীরা বলছেন, হিমবাহের গলন রোধ করতে বিশ্বের উষ্ণতা কমাতে হবে৷
জার্মানির বন শহরে জলবায়ু সম্মেলন চলছে৷ এ সময়েই সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত হলো প্রতিবেদনটি৷ এবারের সম্মেলনে বিশেষজ্ঞরা মূলত ২০১৫ সালের প্যারিস চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করছেন৷
এসিবি/কেএম (এপি, রয়টার্স, এএফপি)