1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেলিগোল্যান্ড দ্বীপের অজানা আকর্ষণ

২ নভেম্বর ২০১৭

উত্তর সাগরে জার্মানির হেলিগোল্যান্ড দ্বীপ ছোট হলেও পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়৷ বাংকার ছাড়াও নানা দ্রষ্টব্য ছড়িয়ে রয়েছে সেখানে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমাবর্ষণের চিহ্নেরও অভাব নেই৷

https://p.dw.com/p/2mv7O
Zehn Gründe für die Nordsee Helgoland
ছবি: picture alliance/dpa/M.Brandt

জার্মানির একটি দ্বীপের আকর্ষণ

বিশেষ করে গ্রীষ্মকালে হেলিগোল্যান্ডে আসা সার্থক হতে পারে৷ যেমন, জুন মাসে ‘কমন মার' প্রজাতির পাখির ছানারা ৪০ মিটার উচ্চতা থেকে উত্তর সাগরে ঝাঁপ দেয়৷ অথবা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের শুরুর সময় পর্যন্ত উত্তর সাগরের সৈকত বড়ই মনোরম থাকে৷

এই মরসুমে দিনে প্রায় ১০,০০০ পর্যটক এখানে আসেন৷ ব্যুসুম ও কুক্সহাফেন থেকে জাহাজ-বোঝাই মানুষ দুপুরের দিকে সেখানে পৌঁছান৷ তারপর নৌকা-চালকদের ব্যস্ততা শুরু হয়৷ কয়েক দশক ধরে তাঁরা তাঁদের কাঠের নৌকায় যাত্রীদের দ্বীপে পৌঁছে দেন৷ একমাত্র হেলিগোল্যান্ড দ্বীপেই বিরল এই নৌকা দেখা যায়৷ নৌকাচালক গেরল্ড ল্যোসেকান বলেন, ‘‘এখানে যেমন ‘ফেয়ার লেডি' জাহাজটি রয়েছে, যা হোকসিল থেকে মাঝে মধ্যে এখানে আসে৷ কখনো তিনটি জাহাজই একসঙ্গে এসে পৌঁছায়৷ তখন অবশ্যই আমাদের উপর একটু চাপ বাড়ে৷ তবে সাধারণত সবকিছু ঠিকমতো চলে৷ জাহাজগুলি পরপর আসে৷ এখন ‘ফানিগে' জাহাজটি প্রায় খালি, এবার ‘লেডি ফন ব্যুসুম' জাহাজ আসছে৷ সেটি খালি হলে ‘ফেয়ার লেডি' আসবে৷'' 

অনেকেই শুধু বাজার করতে আসেন৷ কারণ, এখানে ভ্যাট বা পণ্যের মূল্যের উপর কর দিতে হয় না৷ তবে জার্মানিতে এটাই একমাত্র ডিউটি-ফ্রি এলাকা নয়৷ হাতে একটু সময় থাকলে দ্বীপের ইতিহাস সম্পর্কেও কিছু জানা যায়৷ যেমন গির্জার পাশে ওবারলান্ড এলাকায় হেলিগোল্যান্ডের পাতালপুরির প্রবেশপথ৷ প্রায় সাড়ে তের কিলোমিটার দীর্ঘ বাংকারের অবশিষ্ট অংশ সেখানে রয়েছে৷ লাল পাহাড়ের প্রায় ২০ মিটার গভীরে কয়েকশ' মিটার অংশ দর্শকদের জন্য আজও খোলা রয়েছে৷ বাংকার গাইড ক্লাউস কোলাচ বলেন, ‘‘শিয়ালের বাসায় স্বাগতম৷ আগে এটা স্কুল-পড়ুয়াদের প্রবেশপথ ছিল৷ বাংকারের পাশে পরে এই সুড়ঙ্গটি তৈরি করা হয়েছে, যাতে স্কুলের বাচ্চারা অ্যালার্ম বাজলে দ্রুত নীচে নেমে আসতে পারতো৷ আমাদের ঠিক উপরে স্কুলটি ছিল৷ এখন এর এক চতুর্থাংশ সিঁড়ি থাকলেই চলতো৷ বর্তমানে হেলিগোল্যান্ডে মোট ৬৮ জন স্কুল-পড়ুয়া অবশিষ্ট রয়েছে৷ এবার নীচে যাওয়া যাক৷''

৯২টি পিচ্ছিল সিঁড়ি ভেঙে সেখানে পৌঁছানো যায়৷ বোমা হামলা থেকে বাঁচতে হেলিগোল্যান্ডের প্রায় ৩,৩০০ বাসিন্দা সেখানে আশ্রয় নিতেন৷ ক্লাউস কোলাচ বলেন, ‘‘রঙিন বেলেপাথরের মধ্যে গুহা তৈরি করা হয়েছিল৷ তার চারিদিকে ১০ সেন্টিমিটার পুরু রিইনফোর্সড কংক্রিটের আবরণ৷ সামরিক স্থাপনাগুলি উন্মুক্ত রয়েছে৷ এই অংশের উপর যুদ্ধের সময় ও তার পরে একাধিক বোমা বর্ষণ করা হয়েছে৷ শেষ বোমাটি পড়েছিল ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে৷ কিন্তু কোনো ক্ষতি হয়নি৷ তাই এর বিশেষ গুরুত্ব রয়েছে৷ বিশেষ করে এখানকার বয়স্ক মানুষদের জীবনের সঙ্গে এই বাংকার যুক্ত রয়েছে৷''

আগামী বছরগুলিতে বাংকারের আরও অংশ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে৷ শহরের ব্যস্ত বাজার এলাকা থেকে সুড়ঙ্গে প্রবেশের জন্য সিঁড়ি ও লিফট তৈরি করা হবে৷ তাছাড়া বাংকারের ইতিহাস নিয়ে একটি প্রদর্শনীরও পরিকল্পনা রয়েছে৷ শহরের মেয়র ইয়র্গ সিঙার বলেন, ‘‘নাৎসি বাহিনীর আত্মসমর্পণ ও দ্বীপের মুক্তির সময়ের মধ্যে এই টাইম মেশিনের বিশেষ গুরুত্ব রয়েছে৷ হেলিগোল্যান্ড ও এখানকার মানুষের জন্য সেই মুক্তির স্বাদ ছিল অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ৷ বাংকার নিয়ে প্রদর্শনীর মাধ্যমে সব ইন্দ্রিয় দিয়ে সেই অভিজ্ঞতা অনুভব করাই আমাদের লক্ষ্য৷''

মুক্ত সাগরের বুকে হেলিগোল্যান্ডই জার্মানির একমাত্র দ্বীপ৷ মাত্র ২ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে কত বৈচিত্র্য রয়েছে, একটু সময় থাকলেই তা পরখ করা যায়৷ একই দিনে যাতায়াত করলে হাতে যে প্রায় ৩ ঘণ্টা থাকে, তা সেই অভিজ্ঞতার জন্য যথেষ্ট নয়৷ এক বা দুই দিন থাকতে পারলে দ্বীপের প্রকৃত স্বাদ পাওয়া যেতে পারে৷

প্রতিবেদন: টোবিয়াস গেলার্ট/এসবি