1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোম অফিস কর্মীদের স্বার্থে নতুন আইন করতে চায় জার্মানি

১৪ সেপ্টেম্বর ২০২০

করোনা ভাইরাস সংকটে জার্মানিতে অনেকেই বাড়ি থেকে কাজ করছেন ৷ তাদের স্বার্থ রক্ষায় জার্মানির শ্রমমন্ত্রী নতুন আইন করতে চান৷ তবে এ নিয়ে ব্যবসায়ী মহলে মতবিরোধ রয়েছে ৷

https://p.dw.com/p/3iS05
ছবি: Imago/S. Gudath

জার্মানির শ্রমমন্ত্রী হুবার্টুস হাইল হোম অফিসের কর্মীদের স্বার্থ রক্ষার জন্য একটি নতুন আইন প্রণয়ন করার ঘোষণ করেছেন ৷ বিশেষ করে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সময়সীমার ব্যাপারে৷ হানোফারভিত্তিক রেডাকসিয়ন্সনেটভের্গ ডয়চলান্ড-কে তিনি বলেন, কোনো কর্মীরই ২৪ ঘণ্টা কাজ করার জন্য বাধ্য থাকা উচিত নয়৷ হোম অফিস মানে এই নয় যে, একজন কর্মীকে সারাক্ষণই কাজের জন্য তৈরি থাকতে হবে৷ হোম অফিসের মূল লক্ষ্য কাজ সম্পন্ন করা, আর সে কাজ যার যেভাবে সুবিধা সেভাবে করার সুযোগ থাকতে হবে৷

কর্মীদের স্বার্থ রক্ষায় অফিসের বিধিনিয়মগুলো এই শরতেই ঠিকঠাক করতে হবে ৷ কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তাদের চাকরি আর ব্যক্তিগত জীবনের মধ্যে সমন্বয় ঘটাতে পারে সেদিকে নজর দিতে হবে বলেও মনে করেন তিনি৷

শ্রমমন্ত্রী আরো বলেন, ‘‘কোম্পানিগুলো চায় বাড়ি থেকে কাজের ক্ষেত্রে কর্মীরা নমনীয় থাকুক, বিনিময়ে কোম্পানিগুলোকেও কিন্তু নমনীয় হতে হবে৷ অফিসের কাজ যেন কর্মীরা বাড়ি থেকে সহজে করতে পারে, সেটাই আমরা চাইবো৷’’  

এনএস/এসিবি(এএফপি, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য