1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোয়াইট হাউসে চারশ জনকে ডাকলেন ট্রাম্প

৪ নভেম্বর ২০২০

ফলাফলের দিন হোয়াইট হাউসে চারশ জনকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। তবে তিনি ভাষণ তৈরি করে রাখেননি।

https://p.dw.com/p/3kq6x
ছবি: Jonathan Ernst/Reuters

আমন্ত্রিত চারশ জন। তবে কোনো সরকারি আমন্ত্রণপত্র ছিল না। প্রেসিডেন্টের সচিব ফোন করে এই আমন্ত্রণ জানিয়েছেন। ফলাফল হোয়াইট হাউসের ইস্ট রুমে বসে দেখার জন্য। তবে আমন্ত্রিতরা সকলেই যে এসেছেন এমন নয়। ট্রাম্পের খুব ঘনিষ্ঠ রিপাবলিকান নেতাদের অনেকেই নিজেদের রাজ্যে আছেন। কয়েকজন রিপাবলিকান নেতার মনে সংশয় ছিল যে, হোয়াইট হাউসে করোনাকালীন সাবধানতা মানা হবে তো, সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে তো? তাই কয়েকজন ইস্ট রুমের জমায়েতে যাননি।

ট্রাম্প ঠিক ছকে বাঁধা পথে চলেন না। তাই তিনি কী করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। তাঁর সমর্থকরা মনে করছেন, ফ্লোরিডা জিতে গেলে তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা করে দিতে পারেন। অন্তত এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এও ঠিক, ইস্ট রুমে জমায়েত করলেও ট্রাম্পের ভাষণ দেয়ার কোনো কর্মসূচি এখনো নেই। ট্রাম্প শিবির জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো ভাষণ তৈরিও করা হয়নি।

ট্রাম্প শুধু বলেছেন, ''জেতাটা সহজ, হার কখনোই সহজ হয়না। অন্তত আমার কাছে তো নয়ই।'' তার সঙ্গেই তিনি যোগ করেছেন, ''আজকের রাতটা খুবই ভালো হবে। তবে রাজনীতি ও ভোটে আবার কিছুই বলা যায় না।'' 

জিএইচ/এসজি(এপি, নিউ ইয়র্ক টাইমস)