‘সাইবার যুদ্ধ’
১৫ ফেব্রুয়ারি ২০১২বাংলাদেশে একটি হ্যাকার দল মঙ্গলবার দাবি করেছে, ভারতের ২০ হাজার ওয়েবসাইটের উপর আক্রমণ চালিয়েছে তারা৷ এসব সাইটের মধ্যে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ'এর ওয়েবসাইটও রয়েছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে ভারতীয় ওয়েবসাইটের উপর এই হামলা চালাচ্ছে ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' নামক দলটি৷ ফেসবুকে এক বার্তায় হ্যাকার দলের দাবি, ‘‘ভারত আমাদের চারশো ওয়েবসাইট হ্যাক করেছে, আমরা যুদ্ধ শুরুর পর থেকে বিশ হাজার ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছি৷''
ফেসবুকে ‘অপ্রকাশিত' নামক একটি পাতায়ও হ্যাকারদের এসব কর্মকাণ্ডের সর্বশেষ তথ্য প্রকাশ করা হচ্ছে৷ এই পাতায় এক বার্তায় লেখা হয়েছে, ‘‘আমাদের হ্যাকার যোদ্ধারা এখন পর্যন্ত ২০,০০০ হাজার সাইট হ্যাক করেছে৷ আমরা জানি, সীমান্তে হত্যার প্রতিবাদের এই হ্যাকিং চলছে৷''
ত্রিদীব নামক এক ব্লগার হ্যাকারদের প্রতি একটি অনুরোধ করেছেন৷ সামহোয়্যার ইন ব্লগে তাঁর বক্তব্য হচ্ছে, ‘‘হাই কমিশনের ওয়েবসাইট হ্যাক করছেন ভালো, কিন্তু ভিসা সাইট হ্যাক করার আগে একটু ভাববেন৷ অনেক রোগীরা কিন্তু চিকিৎসার জন্য ভারতে যায় তাদের ভিসা প্রাপ্তি বন্ধ হয়ে যেতে পারে৷ তাদের পক্ষে হয়তো অধিকাংশেরই আরও উন্নত দেশে যাবার সাধ্য নেই৷''
হ্যাকারদের এই উৎপাত এতোই বেশি যে, খোদ মাইক্রোসফট সংস্থাটির ভারতভিত্তিক অনলাইন বেচাকেনা বন্ধ করে দিয়েছে৷ হ্যাকাররা মাইক্রোসফট, ভারতের ওয়েবসাইটে প্রবেশ করতে সক্ষম হয় এবং সাইটটি ব্যবহারকারীদের তথ্যে সরানোর চেষ্টা করে৷ এই খবর জানিয়েছে, ভারতীয় একটি ওয়েবসাইট, যেটির নাম ‘ডিসুক'৷ তবে মাইক্রোসফটের ওয়েবসাইটে এই আক্রমণ বাংলাদেশের কোনো হ্যাকারগোষ্ঠীর কাজ কিনা - তা জানা যায়নি৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ