1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনায় ‘১/১১’ সরকার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ জানুয়ারি ২০১৩

১/১১’র সরকার এসেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে৷ সে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, ‘খল নায়ক’দের বিচার করেনি, দাবি বিএনপির৷ এ মন্তব্যের জবাবে আওয়ামী লীগ বলেছে, ১/১১’র জন্য আসলে দায়ী বিএনপি’ই৷

https://p.dw.com/p/17Hxq
Supporters of the main opposition Bangladesh Nationalist Party (BNP) and its alliance gather in front of their party office during a rally before a mass procession in Dhaka January 30, 2012. The BNP and its alliance rescheduled its mass procession demanding the restoration of the caretaker government system after police banned rallies and processions in the capital and four other cities on Saturday amid fears of violent clashes between the rival parties, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS)
প্রতীকী ছবিছবি: Reuters

২০০৭ সালের ১লা নভেম্ভর দেশে জরুরি অবস্থা জারি করে ড. ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত নতুন এক তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়৷ আর আগের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়ে বিদায় নেয়৷

Sheikh Hasina headshot, as Bangladesh main opposition leader and former Prime Minister, Bangladesh Nationalist Party, or BNP, Chairperson Khaleda Zia gestures at a press conference in Dhaka, Bangladesh, Tuesday Oct. 2, 2001. Former Prime Minister Khaleda Zia's coalition, which includes three Islamic fundamentalist parties, appeared headed for a landslide win in Bangladesh's parliamentary elections, according to unofficial vote counts Tuesday. (AP Photo/Amit Bhargava)
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াছবি: AP/DW

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মতে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশের দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াসহ অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়৷ যাঁরা বাইরে ছিলেন তাঁদের রাখা হয় নজরদারিতে৷

১/১১'র সরকার চেষ্টা করে দুই নেত্রীকে বাদ দিয়ে দেশে নতুন নেতৃত্ব তৈরি করতে৷ যা ‘মাইনাস টু থিওরি' নামে পরিচিতি পায়৷ তবে শেষ পর্যন্ত দু'বছরের মাথায় আন্দোলনের মুখে নত হয় ঐ সরকার এবং বাধ্য হয় দুই নেত্রীকে মুক্তি এবং নির্বাচন দিতে৷ এরপর ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে৷

শুক্রবার ১/১১'র প্রেক্ষাপট ও প্রাপ্তি নিয়ে এক আলোচনা সভায় বিএনপি নেতা হান্নান শাহ দাবি করেন, সেই সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার উদ্দেশ্য নিয়ে৷ আর সেই কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের কোনো বিচার করেনি৷

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অপর একটি অনুষ্ঠানে দাবি করেন যে, বিএনপিই ১/১১'র জন্য দায়ী৷ তাদের কারণেই দু'বছর একটি সেনা সমর্থিত অদ্ভুত সরকার জাতির ঘাড়ে চেপে বসেছিল৷ শুধু তাই নয়, বিএনপি আবারো সেই পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলেও দাবি করেন আইন প্রতিমন্ত্রী৷

এদিকে, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আরেকটি ১/১১ এড়াতে আলোচনার কোনো বিকল্প নেই৷ তাই রাজনৈতিক সংকট নিরসনে তিনি বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান জানান৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় তাঁর সরকারের চার বছর পূর্তিতে জাতির উদ্দৈশ্যে ভাষণ দেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য