1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হত্যার হুমকি তদন্তে পুলিশের বিশেষ টিম

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ মে ২০১৫

একের পর এক ব্লগার হত্যার পর এবার বাংলাদেশের ১০ জন বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ পুলিশ বলছে, তারা এই হত্যার হুমকির ঘটনা তদন্ত করে দেখছে৷

https://p.dw.com/p/1FTk8
Bangladesch Politische Gewalt Polizisten in Dhaka
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman

এদিকে, যাঁদের হত্যার হুমকি দেয়া হয়েছে তাঁদের নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ তবে পুলিশ নিশ্চিত নয়, যারা হুমকি দিয়েছে তারা নতুন কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা৷

বুধবার ‘আলকায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩' নামে একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, তারানা হালিম, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, বিকাশ সাহা, ইকবালুর রহিম ও পলান সুতার – এই ১০ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায়৷ তাদের মধ্যে বিকাশ সাহা ও পলান সুতারের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ৷

ডাকযোগে পাঠানো ওই চিঠি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পান উপাচার্য আরেফিন সিদ্দিক৷ অন্যান্যরাও একই দিনে এই চিঠি পান৷ আনসারুল্লাহ বাংলাটিম-১৩ গ্রুপের পাঠানো চিঠিতে লেখা রয়েছে ‘মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেড'৷

তালিকায় সবার নামের পাশেই সংক্ষেপে তাঁদের ‘অপরাধের' কথাও উল্লেখ আছে৷ তালিকার ক্রমিক অনুযায়ী এক নম্বরে উপদেষ্টা এইচ টি ইমামের নামের পাশে লেখা রয়েছে ‘অ্যান্টি ইসলাম.অ্যাডভাইজার'৷ দুই নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকের নামের পাশে লেখা ‘আই. দুশমুন.ভিসি'৷ এরপর রয়েছে তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদ), ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই.এনিমি.ডিইউ), বিকাশ সাহা (ইসলামের দুশমন), ইকবালুর রহিম (আই. দুশমুন), পলান সুতার(এন্টিবাংলাদেশ.র.অ্যাডভাইজার) ও মুহম্মদ জাফর ইকবালের (সেক্যুলার) নাম৷

‘শঙ্কায় আছি'

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি শঙ্কায় আছি৷ আমার ধারণা এটা কোনো উগ্র মৌলবাদীদের কাজ৷ তালিকায় আমার নাম চার নম্বরে দেওয়া হয়৷ আমাকে হিন্দু মৌলবাদী আখ্যায়িত করে লাল কালিতে চিহ্নিত করে হত্যার হুমকি দিয়েছে৷''

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ডয়চে ভেলেক বলেন, ‘‘বিষয়টি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই৷ মুক্তচিন্তা এবং মুক্তবুদ্ধি চর্চাকারীদের ওপর একের পর এক হামলা হচ্ছে, আঘাত আসছে৷ আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে কারা এ ধরনের কাজ করছে তা খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছি৷ বলেছি নিরাপত্তা জোরদার করতে৷''

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রক্টর আমজাদ আলি বুধবারই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন চিঠির কপিসহ৷ ডয়চে ভেলেকে তিনি জানান, ‘‘যাদের হুমকি দেয়া হয়েছে তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ দু'জন শিক্ষক রয়েছে৷ আমরা বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়েও জানিয়েছি৷''

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল জানিয়েছেন, ‘‘বিশিষ্ট নাগরিকসহ যাঁদের হুমকি দেয়া হয়েছে তাঁদের নিরাপত্তা নিয়ে পুলিশ সক্রিয় আছে৷ এরই মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো হুমকিদাতাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে৷ আশা করি তারা চিহ্নিত হবে৷''

হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর মাধ্যমে নতুন কোনো উগ্রবাদী শক্তির উত্থান ঘটতে চলেছে কিনা এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘হুমকি দেয়া এক জিনিস আর আত্মপ্রকাশ ভিন্ন জিনিস৷''

নতুন সংগঠন?

বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার বাংলা-৭ নামে জঙ্গি গ্রুপের নাম এর আগে শোনা গেলেও আলকায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩-এর নাম এই প্রথম শোনা গেল৷ আগের দু'টি জঙ্গি সংগঠনের সদস্যরা এর আগে ব্লগারদের হত্যার হুমকি এবং হত্যার সঙ্গে জড়িত বলে প্রমাণ মিলেছে৷ তবে আলকায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩ কি আলাদা সংগঠন, না একই সংগঠনের পরিবর্তিত নাম তা পুলিশ এখনো নিশ্চিত নয়৷

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিষয়টিকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি৷ কারা এটি করেছে সেটি বের করতে একটি বিশেষ টিম নিয়োগ করে তদন্ত হচ্ছে৷ এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করেছি৷''

অন্যদিকে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘যাদের হুমকি দেয়া হয়েছে তাদের হয়ত এখন নিরাপত্তা দেয়া হবে৷ কিন্তু যেসব মুক্তমনা লেখক ব্লগারকে হত্যা করা হয়েছে সেসবের বিচার আগে হওয়া উচিত৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য