1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০১০১০ দিনটা ডিজিটাল তাই বিয়েটা ক্রিস্টাল

১০ অক্টোবর ২০১০

আজ ১০১০১০৷ মানে ২০১০ সালের ১০তম মাসের দশম দিন৷ প্রতি একশ বছর পর দেখা মেলে এমন দিনের৷ এই শতাব্দে আজকের দিনের গুরুত্বই আলাদা৷ কেননা, যে প্রযুক্তি আজ বিশ্ব কাঁপাচ্ছে, তার ভাষা ০ এবং ১৷

https://p.dw.com/p/PaOR
আজ বিয়ে করছেন অনেকে (ফাইল ফটো)ছবি: DPA

আজ সকাল ১০টায় আপনার কম্পিউটারে বিশেষ ভাইরাস আঘাত হানবে৷ সুতরাং সাবধান৷ না, ভয় পাবেন না৷ এ বড় আজগুবি কথা৷ সেই হাতুড়ে প্রযুক্তিবিদদের কথার মতো৷ কেন মনে নেই? গত শতকের শেষের দিকের বয়ান, ‘‘হাত মুখ ধুয়ে, খালি পায়ে কম্পিউটার রুমে ঢোকো, না হয় কম্পিউটারে ভাইরাস ধরবে''৷

সেই অজ্ঞতার যুগ যেমন ফুরিয়েছে তেমনি, ১০১০১০ বলেই যে সকাল দশটায় ভাইরাস ধরবে, এমন যুগও আর নেই৷ বরং কম্পিউটারে ভাইরাস যখন-তখনই ধরতে পারে, তাই অ্যান্টিভাইরাস থাকলে চিন্তার কোন কারণই নেই৷ সুতরাং মনের সুখে ১০১০১০-র দিনে বন্ধুদেরকে ই-মেইল, মেসেজে ভরিয়ে দিন৷ প্রিয়জনকে ইন্টারনেটে শুভেচ্ছা বার্তা পাঠান, দিনটিকে করে তুলুন স্মরণীয়৷

শুরুতে যা বলেছিলাম, ১০১০১০ কে প্রযুক্তিপ্রমীরা বলছেন ‘ডিজিটাল দিবস'৷ কম্পিউটার নামক যে বোকার বাক্স আপনার জীবনের অপরিহার্য অঙ্গ, সেই বোকা এই ভাষাটাই বোঝে৷ অবস্থাদৃষ্টে ঋতুপর্ণ ঘোষের অন্দরমহলের মতো বলতেই হয়, ‘‘কি বেআক্কেলে ভাষা মাইরি''! ০ আর ১৷ এই দু'অক্ষরই চালাচ্ছে পুরো দুনিয়া৷

সে যাই হোক, আজকের দিনটি বিয়ের জন্যও আদর্শ৷ অন্তত যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়ার হাজার হাজার তরুণ-তরুণী বিয়ে করছেন আজ৷ আজ বিয়ে করলে মঙ্গল হবে, এমনটাই মনে করেন অনেকে৷ তাই বিয়ের হিড়িক৷ পরিস্থিতি এমন যে, বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া অনেক বিয়ে নিবন্ধনকেন্দ্র আজকে আবার খোলা হচ্ছে, শুধু ভিড় সামলাতে৷ কারণ এই বিয়ে হল ক্রিস্টাল বিয়ে৷ মানে বিশেষ বিয়ে৷ অসামান্য বিয়ে৷

সত্যিই আজব এ দুনিয়া, এক দিকে প্রযুক্তির চরম বহিঃপ্রকাশ, অন্যদিকে মঙ্গলের আশায় বিয়ের হিড়িক!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়