1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১১ জানুয়ারি বিএনপির গণ-অবস্থান কর্মসূচি

৩০ ডিসেম্বর ২০২২

শুক্রবার গণমিছিল থেকে আগামী ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি৷ সেদিন সব বিভাগীয় শহরে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি৷

https://p.dw.com/p/4LZsP
শুক্রবার ঢাকায় গণমিছিল করেছে বিএনপি৷
শুক্রবার ঢাকায় গণমিছিল করেছে বিএনপি৷ছবি: Mortuza Rashed/DW

ঢাকায় গণ-অবস্থান হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে৷

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন৷

বিএনপিসহ ১৩টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা বেলা আড়াইটার পর গণমিছিল কর্মসূচি শুরু করেন৷ নয়াপল্টন থেকে গণমিছিল শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়৷

গণমিছিলে যোগ দিতে জুমার নামাজের আগে থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হন৷

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন৷
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন৷ছবি: Mortuza Rashed/DW

বিএনপির বিক্ষোভ-মিছিল ঘিরে ‘সহিংসতা ঠেকাতে' রাজধানীতে ‘সতর্ক অবস্থান’ নিয়েছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা

গণমিছিলে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীদের একাংশ৷
গণমিছিলে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীদের একাংশ৷ছবি: Mortuza Rashed/DW

একই দিন অবস্থান কর্মসূচি করবে ১২ দলীয় জোট

আসন্ন নির্বাচন সামনে রেখে ২২ ডিসেম্বর বিএনপির সমমনা ১২-দলীয় জোট আত্মপ্রকাশ করে৷ শুক্রবার বেলা তিনটায় ঢাকার বিজয় নগর পানির ট্যাংকের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতারা৷ এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিজয় নগর এলাকায় জড়ো হতে থাকেন তারা৷

গণমিছিলের আগে জাতীয় পার্টির (জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার বলেন, আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে৷ বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায় এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি৷ ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে ১০ দফার ঘোষণা দিয়েছিল বিএনপি৷

জেডএইচ/কেএম (প্রথম আলো)