চলচ্চিত্র উৎসব
২০ নভেম্বর ২০১২‘ফ্রি সিনেমা, ফ্রি এক্সপ্রেশন' এই শিরোনামে উৎসবটি ১৩ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত৷ উৎসবের উপপরিচালক তারেক আহমেদ জানালেন, এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে একসময়ের নতুন ধারার চলচ্চিত্র নির্মাণ আন্দোলনের কর্মী প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরকে৷ এছাড়া তারেক মাসুদের নামে একটি পুরস্কার প্রবর্তন করা হচ্ছে৷ চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য একজন ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হবে৷ উৎসবের অংশ হিসেবে ১৬ ডিসেম্বের বিজয় দিবসে তারেক মাসুদের বিভিন্ন ছবি দেখানো হবে বলে জানান তারেক আহমেদ৷
১৯৮৮ সালে প্রথম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়৷ এবার এই উৎসবের ১২তম আয়োজন৷
এবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘর ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ব্রিটিশ কাউন্সিল, রাশিয়ান কালচারাল সেন্টার ও আলিয়ঁস ফ্রঁসেজেও চলচ্চিত্র প্রদর্শনী এবং বিভিন্ন আয়োজন থাকবে৷
এবার আলমগীর কবির স্মারক বক্তৃতায় ‘এশিয়ান ইনডিপেনডেন্ট সিনেমার সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে আলোচনা করবেন ফিলিপাইনস সিনেমালয়া চলচ্চিত্র উৎসবের পরিচালক নেস্টর জার্ডিন৷ আর ‘দক্ষিণ এশীয় সিনেমায় নারীর উপস্থাপন' শীর্ষক বিশেষ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রামাণ্যচিত্র নির্মাতা সোহানি ঘোষ৷