1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৫ আগস্টের ছুটি বাতিল, শোক পালনে হাসিনার আহ্বান

১৩ আগস্ট ২০২৪

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

https://p.dw.com/p/4jQcO
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানছবি: bdnews24

মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের সূত্র উল্লেখ করে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলো জানিয়েছে,  উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলেও সূত্র জানিয়েছে ।

শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করতো।

সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি-জামায়াত ছাড়াও গতকাল গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণ অধিকার পরিষদের দুই অংশের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা নিয়ে ভিন্ন ভিন্ন মত জানায় দলগুলো। প্রথম আলো জানিয়েছে, কোনো কোনো দল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করার কথা বলেছে। আবার কোনো কোনো দল জাতীয় শোক দিবস বাতিল না করার পক্ষে মত দেয়।

১৫ আগস্ট উপলক্ষ্যে শেখ হাসিনার বার্তা

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হিসাবে শেয়ার করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ।

বার্তায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু এবং তার পরিবারের অন্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শেখ হাসিনা।

এছাড়া, জুলাই থেকে চলা আন্দোলন নিয়েও বিবৃতিতে মন্তব্য করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, "গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নি সন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ছাত্র, শিক্ষক, পুলিশ এমন  কি অন্তঃসত্তা নারী পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী,  কর্মজীবী মানুষ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী , পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।"

হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে 'পুষ্প মাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করে' ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্যও বিবৃতিতে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

এডিকে/এসিবি (প্রথম আলো, দ্য ডেইলি স্টার)