২০০৯ : বাংলাদেশের রাজনীতি
৩১ ডিসেম্বর ২০০৯দুটি বড় রাজনৈতক দল আওয়ামীলগি ও বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়৷ আশা ছিল নেতৃত্বে গুনগত পরিবর্তন আসবে৷ দলগুলোর ভিতর শুরু হবে গণতান্ত্রিক ধারা৷ তবে সে আশা পূরণ হয়নি৷ অধ্যাপক মোজাফফর আহমেদ জানান, নির্বাচন কমিশন কিছু সংস্কার করেছে৷ আর নির্বাচন কমিশনের চাপে রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্রে কিছু পরিবর্তন এনেছে৷ আর তেমন কিছুই হয়নি৷
রাজনীতিতে প্রচলিত কাদা ছোঁড়াছুঁড়ি ছিল বছর জুড়ে৷ আওয়ামীলীগ নেতা তোফয়েল আহমেদ এজন্য দায়ী করেন বিরোধী দলকে৷ তিনি বলেন, বিরোধী দল সরকারের সবকাজে দোষ ধরে৷ সরকারের ভালকাজের কথা স্বীকার করেনা৷ আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের চরিত্র বদলায়নি৷ তারা মানুষের আশা পূরণ করতে পারেনি৷
সংসদ কর্যকর হয়নি৷ বিরোধী দল অধিকাংশ সময় সংসদে যায়নি৷ তোফায়েল আহমেদের মতে নির্বচনে পরাজয়ের কষ্ট ভুলতে পারেনি বিএনপি৷ তাই তারা সংসদে যাচ্ছেনা৷ আর মোশাররফ আহমেদ বলেন, সরকারী দল চায়না বিরোধীদল সংসদে যাক৷ জনগণের কথা বলুক৷ তারাই সংসদকে অকার্যকর করে রেখেছে৷
২০০৯ সালেই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়৷ জাতি কলঙ্কমুক্ত হয়৷ আর মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন৷ এই হত্যাকান্ডে পুরো জাতি স্তম্ভিত হয়৷
প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক