২০১৫ সালে খেলার জগতের অন্যরকম কিছু খবর
ক্রীড়াপ্রেমীরা সাধারণত হার-জিত দেখতেই খেলার মাঠে যান৷ তবে সেখানে মাঝেমধ্যে অন্যরকম কিছু ঘটনাও ঘটে থাকে৷ ছবিঘরে থাকছে সেরকম কয়েকটি ঘটনার কথা৷
ব্যাটম্যান ও রবিন!
গত ফেব্রুয়ারিতে বুন্ডেসলিগা ক্লাব শালকের বিরুদ্ধে প্রথম গোলের পর এভাবে আনন্দ উদযাপন করেন ডর্টমুন্ডের পিয়েরে-অ্যামেরিক আওবামেয়াং (বামে) ও মার্কো রয়েস (ডানে)৷ এই দুই ফুটবলারের নৈপুণ্যে ঐ ম্যাচ ৩-০ গোলে জিতেছিল ডর্টুমুন্ড৷
ভুলভাবে উদযাপন, পরে ক্ষমা প্রার্থনা
এটিও বুন্ডেসলিগার ছবি৷ মার্চ মাসে ফ্রাংকফুর্টের বিরুদ্ধে ৪-১ গোলের জয় পায় কোলন৷ ঐ ম্যাচে একটি গোল করার পরের দৃশ্য এটি৷ কোলনের খেলোয়াড় অ্যান্থনি উজা একটি ছাগলের শিং ধরে আনন্দ প্রকাশ করছেন৷ কোলন ক্লাবের মাসকট হচ্ছে অষ্টম হেনেস নামের এই ছাগল৷ হোম ম্যাচের সময় তাকে কোলন চিড়িয়াখানা থেকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়৷ উজা যেভাবে গোল উদযাপন করেছেন সেটিতে ভুল ছিল৷ পরে তিনি এর জন্য ক্ষমা চেয়েছিলেন৷
আরোহী নেই তো কী হয়েছে!
জার্মানির আখেন শহরে চলছিল ইকুয়েসট্রিয়ান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ৷ সেখানে দর্শকদের নজর কেড়েছিল এই ঘোড়াটি৷ তার আরোহী যখন প্রতিদ্বন্দ্বিতা শেষে তার পিঠ থেকে নেমে গেছে তখন সে একাই একটি ল্যাপ সম্পন্ন করে তার জন্য নির্ধারিত স্থানে ফিরে যায়৷ সেখানে আগেই হেঁটে পৌঁছে গিয়েছিলেন এই ঘোড়ার আরোহী চেক প্রজাতন্ত্রের জুজানা জেলিঙ্কোভা৷
ঘুমিয়ে পড়েছে নাকি!
জার্মান সুপার লাইটওয়েট বক্সার রব্যার্ট লাটলিক প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ চলার সময় এই অবস্থায় ক্যামেরাবন্দী হন৷ তিনি কি ঘুমিয়ে পড়েছিলেন? নাকি কিছু সময়ের জন্য চোখ বন্ধ রেখে গেমপ্ল্যান করছিলেন! বোধ হয় তা-ই হবে৷ কারণ ম্যাচটি তিনিই জিতেছিলেন৷
ব্যর্থ হয়েছি তো কী হয়েছে?
ইনি ফর্মুলা ওয়ান চালক ফার্নান্ডো আলোন্সো৷ গত নভেম্বরে ব্রাজিলে প্রথম কোয়ালিফাইং রাউন্ডে ব্যর্থ হওয়ার ঘটনার তিনি প্রতিক্রিয়া জানান এভাবে৷ ভাবটা এমন, এটা কিছু নয়৷ পরে অবশ্য জানিয়েছেন, আরেকবার যদি এমন হয় তাহলে তিনি এরপর থেকে সঙ্গে সানস্ক্রিন আর পড়ার জন্য কিছু নিয়ে আসবেন!