২০১৬ সালে যারা ইউটিউবের কোটিপতি
ইউটিউবে চ্যানেল খুলে কতো টাকা রোজগার করা যায়, বলে আপনার ধারণা? ফোর্বসের তালিকায় এ ধরনের কোটিপতিদের নাম পাবেন৷
১০. কলিন ব্যালিঙ্গার, ৫০ লাখ ডলার
২০১৫ সালে তাঁর স্মৃতিকথা ‘‘সেল্ফ-হেল্প’’ বিরাট হিট হয়৷ সেখানে কলিনের অল্টার ইগো ছিলেন অপটু মিরান্ডা সিংস৷
৯. রেট অ্যান্ট লিংক, ৫০ লাখ ডলার
দু’জনে মিলে একটি মর্নিং টক শো হোস্ট করেন৷ শো’র নাম ‘‘গুড মিথিক্যাল মর্নিং’’৷
৮. জার্মান জার্মেন্ডিয়া, ৫৫ লাখ ডলার
ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে বড় ইউটিউব হিট হলেন চিলির এই কমেডিয়ান৷ তিনটি চ্যানেল মিলে এঁর সাবস্ক্রাইবারের সংখ্যা চার কোটি আশি লাখ৷
৭. মার্কিপ্লায়ার, ৫৫ লাখ ডলার
আসল নাম মার্ক ফিশবাখ৷ সাবস্ক্রাইবারের সংখ্যা এক কোটি সাতান্ন লাখ৷
৬. টাইলার ওকলি, ৬০ লাখ ডলার
এলজিবিটি আন্দোলনকারী, ২০১৫ সালে ‘‘বিঞ্জ’’ নামের বেস্টসেলারটি তাঁকে খ্যাতি এনে দেয়৷ ইউটিউবে তাঁর ভিডিওগুলো অনেকটা দিনলিপির মতো৷
৫. রোজানা প্যানসিনো, ৬০ লাখ ডলার
নিজেই নিজেকে বেকিং শিখিয়েছেন৷ এখন তাঁর ‘‘নার্ডি নামিস’’ শো’তে অন্যদের কাপ-কেক তৈরি করতে শেখান৷
৪. স্মশ, ৭০ লাখ ডলার
অ্যান্টনি প্যাডিল্লা ও আয়ান হিকক্স ইউটিউবের পথিকৃৎ৷ ২০০৫ সালে ‘‘স্মশ’’ কমেডি চ্যানেল খোলেন৷ আজ তাঁদের ‘‘স্মশ গেমস’’ থেকে শুরু করে ‘‘শাট আপ! কার্টুনস’’ অবধি সাতটি ইউটিউব চ্যানেল আছে৷
৩. লিলি সিং, ৭৫ লাখ ডলার
ক্যানাডা প্রবাসী পাঞ্জাবি বাবা-মায়ের সন্তান লিলি ব়্যাপার ও ড্যান্সার৷ তাঁর কমিক প্রধানত প্রবাসীদের নিয়ে৷ ২০১৫ সালে বিশ্বের ২৭টি শহরে গানের জলসা করেছেন, নাম ছিল ‘‘ট্রিপ টু ইউনিকর্ন আইল্যান্ড’’৷
২. রোমান অ্যাটউড, ৮০ লাখ ডলার
‘‘পানক’ড’’ সিরিজ থেকে নাম করার পর অ্যাটউড অনলাইনেও একই কাজ করছেন - এবার অবশ্য লোকজনকে ভুয়ো ‘গন্ধভোঁদড়ের’ দুর্গন্ধ মাখিয়ে এবং ঐ জাতীয় নানা ভাঁড়ামো করে৷ অনুগামীর সংখ্যা সত্তর লাখ৷ অনলাইন স্টোরও আছে৷
১. পিউডিপাই, ৮০ লাখ ডলার
সুইডেনের মানুষ, আসল নাম ফেলিক্স কিয়েলবার্গ৷ ভিডিও-য় গেমস খেলেন বটে, কিন্তু সাথে অশ্লীল ভাষার কমেন্টারি থাকে৷
প্রতিবেদন: বিবেক কুমার/এসি
সম্পাদনা: দেবারতি গুহ