২০১৭ সালে পর্যটনের প্রবণতা বেড়েছে
বিদায়ী বছরে ১১০ কোটি টুরিস্ট দুনিয়া দেখতে বেরিয়েছেন, বলে বিশ্ব পর্যটন সংস্থা ইউএনডাব্লিউটিও-র বিবরণে প্রকাশ৷ অর্থাৎ পর্যটন শিল্প ২০১৬ সালের মন্দা কাটিয়ে উঠতে পেরেছে৷
পর্যটকদের চুম্বক জার্মানি
এই প্রথমবার জার্মানিতে অতিথিদের হোটেলে রাত্রিবাসের সংখ্যা ৪৫ কোটি ছাড়িয়েছে, বলে জার্মান পর্যটন সমিতি ডিটিভি জানিয়েছে৷ দক্ষিণের বাভেরিয়া রাজ্যে টুরিস্টদের ভিড় জার্মানির সর্বোচ্চ পাহাড় সুগস্পিৎসে অবধি নতুন কেবল কারের কল্যাণে আরো বাড়বে, বলে প্রত্যাশা করা হচ্ছে৷
চীনা পর্যটকরা আবার ইউরোপে আসছেন
ইউরোপিয়ান ট্রাভেল কমিশনের বিবৃতি অনুযায়ী ২০১৭ সালে ইউরোপে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা তার আগের বছরের তুলনায় আট শতাংশ বেড়েছে৷ ২০১৬ সাল সন্ত্রাসের ছায়ায় কাটার পর বিশেষ করে চীনা পর্যটকরা দৃশ্যত তাদের দ্বিধা কাটিয়ে উঠেছেন৷ ২০১৭ সালে চীন ও জাপান থেকে ইউরোপমুখী পর্যটকদের সংখ্যা বাড়ে ১৭ শতাংশ, যার পরেই আসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত – উভয় দেশ থেকে আগত টুরিস্টদের সংখ্যা বাড়ে ১৪ শতাংশ করে৷
ইউরোপে সবার সেরা আইসল্যান্ড
মাত্র তিন লাখ মানুষের দেশে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা এই নিয়ে তৃতীয় বার বাড়ল বছরে ৩০ শতাংশ হারে, যা কিনা ইউরোপে একটা রেকর্ড৷ আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ, জলপ্রপাত, কি নেই দেশটিতে৷ তাই ২০১৭ সালে ২৩ লাখ পর্যটক এসেছিলেন তিন লাখের মানুষের দেশটিতে৷
ইউরোপে দ্বিতীয় স্থানে তুরস্ক
২০১৭ সালে তুরস্কে পর্যটকদের সংখ্যা বেড়েছে মোট ২৬ শতাংশ! অথচ ২০১৬ সালে তুর্কি পর্যটন শিল্প প্রায় ভেঙে পড়তে বসেছিল৷ কিন্তু নতুন পুটিন-এর্দোয়ান সখ্যতার পর রুশি পর্যটকরা দলে দলে তুরস্কে আসতে শুরু করেছেন৷ পশ্চিম ইউরোপ থেকে টুরিস্টদের আসা কমলে কী হবে, চীন ২০১৮ সালকে তুরস্ক পর্যটন বছর বলে ঘোষণা করেছে৷
স্পেনে কোনোদিনই টুরিস্টের অভাব ছিল না
গত গ্রীষ্মে স্পেনে যেন আর টুরিস্ট ধরছিল না! কিন্তু তা সত্ত্বেও স্পেনে টুরিস্টদের সংখ্যা আবার বেড়েছে ১১ শতাংশ৷ ওদিকে মালর্কা কিংবা বার্সেলোনায় মানুষজন টুরিজমের বাড়াবাড়ির বিরুদ্ধে পথে নামতে শুরু করেছেন: তারা আর সমুদ্রসৈকতে ভিড়, সর্বত্র মাতাল টুরিস্ট, রাস্তাঘাটে যানজট আর পানীয় জলের সংকট চান না৷
স্লোভেনিয়ায় মেলানিয়া এফেক্ট
শুধু মেলানিয়া ট্রাম্পের কল্যাণে ২০১৭ সালে স্লোভেনিয়ায় টুরিস্টদের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ, অ্যামেরিকার ফার্স্ট লেডি সেদেশের মেয়ে কিনা৷ প্লেট, কাপ, টি-শার্ট, সব কিছুর উপর মেলানিয়ার মুখ৷ মেলানিয়া ওয়াইন, মেলানিয়া কেক, মেলানিয়া চটি – কোনো কিছুর অভাব নেই৷
মার্কিন মুলুকে ট্রাম্প ‘এফেক্ট’
নভেম্বর মাসে মার্কিণ বাণিজ্য মন্ত্রণালয় জানায় যে, ২০১৭ সালের প্রথমার্ধে তার আগের বছরের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ কম টুরিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন৷ বিশেষ করে মেক্সিকো থেকে টুরিস্টদের আসা কমেছে ৯ দশমিক ৪ শতাংশ, আর আরব দেশগুলি থেকে ৩০ শতাংশ৷ আশ্চর্য হলেন?
বিশ্বচ্যাম্পিয়ন হংকং
ইউরোমনিটর ইন্টারন্যাশনালের পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে দু’কোটি ৬৬ লাখ মানুষ হংকং যাত্রা করেন৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্যাংকক (দু’কোটি ১০ লাখ) ও লন্ডন (এক কোটি ৯০ লাখ)৷ সারা বিশ্বে এই ‘আর্বান টুরিজম’ বা শহর দেখার প্রবণতা বেড়েছে ১৬ শতাংশ৷
ক্রুজ শিপ
ক্রুজ জাহাজে চড়ে দুনিয়া দেখার প্রবণতা বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ৷ এক্ষেত্রেও এই সব সুবিশাল জাহাজ ছোট ছোট বন্দরে নোঙর ফেলে পরিবেশের, বা ভেনিসের মতো ঐতিহ্যবাহী প্রাচীন শহরের যে ক্ষতি করে, তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ দেখা দেওয়া স্বাভাবিক৷ কাজেই পর্যটনের ক্ষেত্রে ২০১৭ সালের বার্তা হলো: প্রবৃদ্ধি ভালো, কিন্তু যে কোনো মূল্যে নয়৷