২০১৭ সালে বাংলাদেশ
একদিকে রোহিঙ্গাদের প্রতি মানবিক, অন্যদিকে সংখ্যালঘু নিপীড়ন৷ একদিকে ক্রিকেটে অর্জন, অন্যদিকে হারিয়ে যাওয়া মানুষের মিছিল৷ একদিকে হতাশা, অন্যদিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় – এ সবের মধ্যেই বাংলাদেশ অতিক্রম করলো ২০১৭ সাল৷
রোহিঙ্গা সংকট
জাতিগত সহিংসতা থেকে বাঁচতে এ বছরের আগস্টে আবারো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা৷ মানবিক বিবেচনায় তাঁদের আশ্রয় দেবার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ৷ এরপর রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের ফার্স্ট লেডি, জর্ডানের রানি, ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরুসহ অনেকে৷ আন্তর্জাতিক সমালোচনার মুখে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মতিপত্রে স্বাক্ষর করলেও রোহিঙ্গা প্রত্যাবসানে অনিশ্চয়তা এখনো কাটেনি৷
খেলা
সময়টা মার্চ মাস, ভেন্যু কলম্বোর পি. সারা ওভাল মাঠ৷ সেখানেই নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ৷ আর এর মধ্যে দিয়ে ক্রিকেট ইতিহাসে চতুর্থ দেশ হিসেবে শততম ম্যাচে জয় পায় টাইগাররা৷ একই সাথে এই প্রথম শ্রীলঙ্কাকে টেস্টে হারানোর স্বাদও পায় বাংলাদেশ৷ পঞ্চম দিনে চার উইকেটে জয়৷ ম্যাচ সেরা হন তামিম ইকবাল৷
৭ই মার্চের ভাষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড’-এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ ৪৬ বছর আগে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’’
সংখ্যালঘু নির্যাতন
ধর্ম অবমাননার অভিযোগ তোলে সংখ্যালঘুদের উপর আক্রমণের ধারাবাহিক ঘটনা ঘটছে বাংলাদেশে৷ এ বছর এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রংপুরের একটি ঘটনা৷ সেখানে টিটু রায় নামের একজনের ফেসবুক পাতায় ইসলাম অবমাননামূলক পোস্ট দেয়া হয়েছে, এমন গুজব তুলে সেখানকার হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ চালানো হয়৷ পুড়িয়ে দেয়া হয় ঘরবাড়ি৷
বনানী ধর্ষণ মামলা
এ বছরের মার্চে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর একটি হোটেলে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করা হয়৷ ঘটনার কয়েকদিন পর তরুণীরা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার দুই বন্ধু নাইম, সাদ্দামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে৷ এ ঘটনায় একদিকে মামলা নিতে পুলিশের গরিমসির দিকটি নজরে আসে, অন্যদিকে আপন জুয়েলার্সের বিরুদ্ধে সোনা চোরাচালানসহ বেশ কিছু অভিযোগ চলে আসে সামনে৷
পাঠ্যপুস্তক বিতর্ক
পাঠ্যবইয়ে ভুল বানানের ছড়াছড়ির সাথে বিষয়বস্তুর আপত্তিজনক সংযোজন, পরিমার্জন, বিয়োজন নিয়ে আলোচনা ছিল সারা বছর জুড়েই৷ অভিযোগ ওঠে, মৌলবাদী গোষ্ঠির চাপে পড়ে বিতর্কিত নানা বিষয় যেমন ঢোকানো হয়েছে, তেমনি প্রগতিশীল অনেক লেখা বাদ দেয়া হয়েছে৷ ‘ও’ তে ওড়না বা ‘ছাগলের গাছে উঠে আম খাওয়া’ অথবা আঘাত অর্থে Hurt কে Heart (হৃদয়) লেখা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপও চলে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷
পিলখানা মামলার রায়
দীর্ঘ আট বছর পর ২০১৭ সালে পিলখানা হত্যাযজ্ঞ মামলার রায় ঘোষিত হয়৷ ১৫২ জন আসামির মধ্যে ১৩৯ জনেরই ফাঁসি, আটজনের যাবজ্জীবন ও চারজনকে খালাস দেওয়া হয়৷ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান৷ রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর নাম বদলে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷
গুম
বাংলাদেশে গুম বা ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ গত কয়েক বছর ধরেই আলোচিত বিষয়৷ ২০১৭ সালেও এ নিয়ে ছিল সোরগোল ও আতঙ্ক৷ বছরের শেষের দিকে নর্থসাউথের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার, সাংবাদিক উৎপল দাস ও সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ হন৷ এছাড়াও আলোচনায় ছিল কবি ফরহাদ মজহারের নিখোঁজ ও ১৮ ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধারের ঘটনা৷ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য মতে, এ বছর অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন বাংলাদেশে৷
সিলেটের শীতল পাটি
সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি ‘দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউমানিটি’ হিসেবে জিতে নিয়েছে ইউনেস্কোর স্বীকৃতি৷
যাঁদের হারালাম
এ বছর অনেক গুণী মানুষ পাড়ি দিয়েছেন পরলোকে৷ এর মধ্যে রয়েছেন নায়করাজ রাজ্জাক, ঢাকা উত্তরের সিটি মেয়র আনিসুল হক, সংগীতশিল্পী লাকি আখন্দ, বারি সিদ্দিকি, আব্দুল জব্বার এবং কবি সৈয়দ শামসুল হক৷