২০১৮ বিশ্বকাপ: সমর্থকদের সৃষ্টিশীলতা
মেসি-রোনাল্ডো, কিংবা নেইমার-সালেহ, মাঠে তো পায়ের জাদু চলছেই৷ কিন্তু সমর্থকেরাই তো আসলে খেলার প্রাণ৷ সেই প্রাণে নানাভাবে রঙের জাদু দেখাচ্ছেন সমর্থকরা৷
জার্মানি
পতাকার রঙে নানাভাবে সাজছেন জার্মান দর্শকরা৷ লাল, কালো আর সোনালি রং শুধু গায়েই নয়, মেখে আসছেন পুরো শরীরে৷ কেই নিয়ে আসছেন পুতুল, কেউ আবার দলকে সমর্থন জোগাতে গিটার হাতেই চলে এসেছেন মাঠে৷ তাতে অবশ্য মেক্সিকোর কাছে ১-০ গোলের হার এড়াতে পারেনি দলটি৷
মেক্সিকো
মেক্সিকোর খেলা মানেই মাঠে সবুজ আর লালের ছড়াছড়ি৷ মাথায় ঐতিহ্যবাহী সমব্রেরো হ্যাট আর গায়ে যোদ্ধার পোশাক, কেউ আবার পড়ে এসেছেন মেক্সিকান রেসলিংয়ের মুখোশ৷
আইসল্যান্ড
দেশটির অনেক সমর্থকই সেজে এসেছেন ভাইকিংয়ের বেশে৷ মাথায় শিংওয়ালা টুপি৷ আর গায়ে লাল-নীলের সাজ৷ মাঠেও দেখা গেছে ভাইকিংদের৷ ফেবারিট আর্জেন্টিনাকে রুখে দিয়েছে ১-১ ড্রতে৷
ফ্রান্স
ফরাসি সমর্থকরাই বা অন্যদের চেয়ে পিছিয়ে থাকবেন কেন! জনপ্রিয় কমিক সিরিজ অ্যাসটেরিক্সের চরিত্র ওবেলিক্সের পোশাকে সেজে এসেছেন অনেকে৷ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এসেছে ২-১ গোলের৷
মিশর
মস্কোর রেড স্কোয়্যার৷ কিন্তু সমর্থকরা ফিরে গেছেন সেই ফারাওদের রহস্যময় মিশরে৷ তারকা খেলোয়াড় মোহাম্মদ সালেহ খেলতে পারেননি উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ৷ দারুণ লড়াই করেও ১-০ গোলে হারতে হয় দলটিকে৷
নাইজেরিয়া
আফ্রিকা মানেই রঙের ঝলক৷ সবুজ আর সাদায় শুধু ১১ খেলোয়াড় মাঠ দাপিয়ে বেড়াননি৷ জাতীয় পতাকার সাজে সেজে, নেচে গেয়ে গ্যালারি মাতিয়ে রেখেছেন দর্শকরাও৷ তবে ক্রোয়েশিয়ার কাছে প্রথম ম্যাচ তাদের হারতে হয়েছে ২-০ গোলে৷
পেরু
পেরু মানেই সবার আগে মাথায় আসে ইনকা সভ্যতার নাম৷ ফলে যথারীতি দলের সমর্থকদের গ্যালারিতে দেখা গেছে দুর্ধর্ষ ইনকা যোদ্ধার সাজে৷ ৩৬ বছর পর বিশ্বকাপের মূল আসরে খেলতে এসেছে পেরু৷ ফলে সমর্থকদের উচ্ছ্বাসটাও ছিল দেখার মতোই৷
আর্জেন্টিনা
দলের সমর্থকরা রীতিমতো মেসির জন্য ভার্জিন মেরির কাছে প্রার্থনা শুরু করেছেন৷ তবে তাতে শেষ রক্ষা হয়নি৷ মাঠে মেসিকে দেখা যায়নি তার চিরাচরিত আগ্রাসী ভূমিকায়৷ বরং উলটো একটি পেনাল্টি মিস করে হতাশায় ডুবিয়েছেন সমর্থকদের৷
ব্রাজিল
হলুদ-সবুজ মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই সাম্বা৷ নানাভাবে শরীরে রম মেখে গ্যালারিতেই সাম্বার তালে সমর্থকরা উৎসাহ জুগিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের৷ অবশ্য প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারদের সন্তুষ্ট থাকতে হয়েছে ১-১ গোলের ড্র নিয়েই৷