২০২০ সালের অলিম্পিক জাপানে হোক - প্রস্তাব এলো দেশ থেকেই
১৭ জুন ২০১১টোকিও মেট্রোপলিটনের গভর্নর শিনতারো ইশিহারা জানিয়েছেন, ১১ই মার্চের ভূমিকম্প এবং সুনামি যে ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে - তা থেকে পুরোপুরি কাটিয়ে উঠতে জাপানের বন্ধুত্বপূর্ণ সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন৷ প্রয়োজন সারা বিশ্বের প্রতিটি দেশের মানুষের সমর্থন৷ একারণেই ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক জাপানে অনুষ্ঠিত হওয়া উচিত৷
২০১৬ সালের অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে৷ প্রতিযোগিতার সেই বিডে জাপানও ছিল এবং অল্পের জন্য ব্রাজিলের কাছে তারা হেরে যায়৷ এদিকে ২০২০ সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে - তা এখনো নির্ধারণ করা হয়নি৷ তাই ৭৮ বছর বয়স্ক ইশিহারা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘‘আমি বিশ্বাস করি, জাপানের মানুষরা এই বিষয়ে একমত হবে এবং ২০২০ সালের বিডে দেশের স্বার্থে জাপানকে সমর্থন করবে৷''
তিনি আরো জানান, ‘‘যদিও আমরা এর আগে একবার বিড করেছিলাম এবং হেরেছি৷ তারপরও আমি আশা করবো, ২০২০ সালের অলিম্পিক বিডে কেউ জাপানের বিরোধীতা করবে না৷''
২০২০ সালের অলিম্পিকের স্বাগতিক দেশ হওয়ার জন্য চলতি বছরের ১লা সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা৷ আর ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বুয়নেস আয়রেসে ঘোষণা করা হবে বিজয়ীর নাম৷
জাপানের পাশপাশি আরো বেশ কয়েকটি দেশ মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য তাদের আগ্রহের কথা জানিয়েছে৷ দেশগুলোর মধ্যে ইটালি, তুরস্ক, কাতার এবং দক্ষিণ কোরিয়া অন্যতম৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ