২০২৩ সালের যত অদ্ভুত ভুয়া খবর
নানা ভুয়া খবরের বছর ছিল ২০২৩৷ যুদ্ধ, সহিংসতা নিয়ে এমন ভুয়া খবর ছিল যেগুলো আবেগতাড়িত৷ কিন্তু এর বাইরে বিচিত্র ভুয়া খবরও জন্ম দিয়েছে বিদায়ী বছরটি৷ কয়েকটি জানুন ছবিঘর থেকে...
জেলেনস্কির ভুয়া ‘বেলি ড্যান্স’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কো ও কিয়েভ ভুয়া খবরের বিষয়বস্তুতে পরিণত হয়৷ লক্ষ্যে পরিণত হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ সেপ্টেম্বরে ছাড়া একটি ভিডিওতে দেখানো হয় জেলেনস্কি আঁটোসাঁটো সোনালি পোশাকে ‘বেলি ড্যান্স’ করছেন৷ তবে ডয়চে ভেলে পরীক্ষা করে দেখেছে ভিডিওটি ডিপফেইক৷ একজন নৃত্যশিল্পীর মুখের জায়গায় জেলেনস্কির মুখ বসিয়ে দেয়া হয়৷
সুইডেনে ‘সেক্স টুর্নামেন্ট’ নয়
যৌনক্রিয়াকে ক্রীড়া হিসেবে ঘোষণা দিয়েছে সুইডেন, এমন একটি ভুয়া খবর জুলাইতে ছড়িয়ে পড়ে৷ দেশটি সেক্স টুর্নামেন্টের আয়োজন করছে বলেও গুজব ছড়ানো হয়৷ এমনকি টাইমস অব ইন্ডিয়ার মতো নামি গণমাধ্যমও এই ফাঁদে পড়ে খবর প্রকাশ করে৷ একটি ভুয়া প্রতিবেদনে বলা হয়, সুইডেন একটি টুর্নামেন্টের আয়োজন করতে চায় যেখানে অংশগ্রহণকারীরা একে অন্যের সাথে দিনে ছয় ঘণ্টা পর্যন্ত যৌনক্রিয়া করবে এবং তাদের মধ্য থেকে সেরাকে বেছে নেয়া হবে৷
আসল খবরটি যা ছিল
ডিডাব্লিউ ফ্যাক্ট চেক করে দেখেছে এই খবর ভুয়া ছিল৷ গ্যোটেবোর্গস-পোস্টেন নামের সুইডিশ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মূলত দেশটির একটি ক্লাবের মালিক যৌনক্রিয়াকে ক্রীড়া হিসেবে ঘোষণা দেয়ার আবেদন জানান৷ যদিও এই আবেদন মে মাসেই প্রত্যাখ্যান করেছিল সুইডিশ স্পোর্টস কনফেডারেশন৷
কেনিয়ায় ব্যবহৃত কনডম বিক্রির ভুয়া ছবি
বছরের শুরুর দিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দাবি করা হয়, ব্যবহৃত কনডম পরিষ্কার করে নতুনভাবে বিক্রি করায় কেনিয়ায় ছয় ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিন্তু রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই দাবি মিথ্যা৷ ২০২০ সালের এক প্রতিবেদন অনুযায়ী, তিন লাখ ২৪ হাজার ব্যবহৃত কনডম পরিষ্কার করে বিক্রি করা হয়েছে, তবে সেটি কেনিয়ায় নয় ভিয়েতনামে৷ তার সাথে ছয় শিক্ষার্থী নন, জড়িত ছিলেন একটি ছোট কারখানার কর্মীরা৷
বুকের ভেতরে তেলাপোকার এক্স-রে ছবির কারসাজি
কেনিয়া নিয়ে আরেকটি ভুয়া খবর সামাজিক মাধ্যমে ছড়িয়েছে৷ ফেসবুক ব্যবহারকারীরা লিখেছেন, কেনিয়ায় একজনের বুকের এক্স-রের ছবিতে জীবন্ত তেলাপোকা ধরা পড়েছে৷ কিন্তু রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই সংক্রান্ত ছবিটি মূলত এডিট করা৷ মূল ছবিটি প্রকাশিত হয়েছিল রেডিওলজি সংক্রান্ত একটি জার্নালে৷
বাইডেন কি ডায়াপার পরতেন
জুনে কিছু দেশে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেঝেতে পড়ে আছেন আর তার ট্রাউজারের ভেতর থেকে ডায়াপার উঁকি দিচ্ছে৷ রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটি আসলে জোড়াতালি দেয়া৷ মূলত মার্কিন বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে বাইডেন পড়ে যান৷ সেখানে আসল ছবিতে ডায়াপার ছিল না৷
বানোয়াট নিখোঁজ মার্কিন বিমানের হদিস
একটি ভাইরাল ফেসবুক ভিডিওতে দাবি করা হয়েছিল, ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে একটি প্লেন উড্ডয়নের পর হারিয়ে যায় এবং ৩৭ বছর পরে সেটি আবার ফ্লোরিডার মিয়ামিতে অবতরণ করেছিল৷ কিন্তু এএফপির তথ্য যাচাইয়ে দেখা যায়, এমন ঘটনার সত্যতা নেই৷ ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে উড়ে যাওয়া কোনো বিমানের নিখোঁজ হওয়ার তথ্য যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছেও নেই৷ এই ভুয়া খবরটি গালগল্প প্রকাশের জন্য পরিচিত একটি মার্কিন ট্যাবলয়েড ছেপেছিল৷
জনশূন্য অবস্থায় টাইটানের খোঁজ মেলেনি
গত জুনে ওশানগেটের টাইটান ট্র্যাজেডির কথা নিশ্চয়ই মনে আছে৷ ডুবে যাওয়া টাইটানিক দেখাতে পাঁচ যাত্রী নিয়ে সেটি গভীর সমুদ্রে যাত্রা করে৷ এক পর্যায়ে যোগাযোগ হারায়, পরে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়৷ কিন্তু সিএনএন-এর একটি স্ক্রিন শট ব্যবহার করে দাবি করা হয়েছিল, সমুদ্রের গভীরে যাত্রীবিহীন টাইটানকে পাওয়া গেছে৷ তবে ফ্যাক্ট চেকে দেখা যায়, এটি সিএনএন-এর প্রকাশিত কোনো খবর নয়, ব্যবহৃত ছবিটিও টাইটানের নয়৷