২০২৪ সালে উপভোগ করতে পারবেন যেসব খেলা
অনেকেই অপেক্ষা করে রয়েছেন প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক এবং জার্মানিতে পুরুষদের ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ দেখার জন্য। তবে এছাড়াও এবার বছরজুড়েই ইউরোপ আয়োজন করবে নানা আন্তর্জাতিক টুর্নামেন্টের।
পুরুষদের ইউরোপীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
পাঁচ জার্মান শহর- মানহাইম, বার্লিন, মিউনিখ, হামবুর্গ এবং কোলনে ১০ থেকে ২৮ জানুয়ারি পুরুষদের ইউরোপীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজিত হবে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে জার্মানির প্রাথমিক রাউন্ডের প্রতিযোগিতাসহ দুটি ম্যাচ আয়োজিত হবে ডুসেলডর্ফ ফুটবল স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ৫০ হাজার দর্শক দেখতে পারবেন৷ এবারের চ্যাম্পিয়নশিপে ফেবারিট ডেনমার্ক। ডেনিশ দলটি গত তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে।
ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ
কাতারের দোহাতে ২ থেকে ১৮ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে৷ আগের চ্যাম্পিয়নশিপটি মাত্র সাত মাস আগেই জাপানের ফুকুওকায় অনুষ্ঠিত হয়েছিল। তার আগের আসর করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল৷
সুপার বোল
১১ ফেব্রুয়ারি বিশ্বের চোখ থাকবে লাস ভেগাসের দক্ষিণে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে। গ্রহের সবচেয়ে বড় শো বিবেচনা করা হয় সুপার বোলের ৫৮তম আসর আয়োজিত হবে সেখানে। খেলার পাশাপাশি বিরতির সাংস্কৃতিক আয়োজনের জন্যও এটি বিখ্যাত। এবারের সুপার বোলের মূল আকর্ষণ থাকবেন অ্যামেরিকান গায়ক উশার।
বিশ্ব স্কিয়িংচ্যাম্পিয়নশিপ
জার্মানির ভিন্টারবের্গের এক হাজার ৩০০ মিটার দীর্ঘ বরফের ট্যাকের কিছু অংশের নাম হচ্ছে ট্র্যাফিক সার্কেল, ওমেগা লুপ এবং লেবেরিন্থ। এখানেই ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত আয়োজিত হবে আন্তর্জাতিক ববস্লেহ এবং স্কেলিটন ফেডারেশনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। পশ্চিম জার্মানির ছোট্ট শহরটি পঞ্চমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করবে।
আইস হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ
২০২৪ সালের আইস হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে চেকিয়ার প্রাগ এবং অস্ট্রাভাতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যানাডা এবারও হট ফেবারিট। গত বছর ফাইনালে ক্যানাডিয়ানদের সঙ্গে দারুণ লড়াইয়ের পর জয়ের কাছাকাছি এসেও হেরেছিল জার্মানি।
ইউরোপীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
৭ থেকে ১২ জুন পর্যন্ত রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইউরোপের সেরা ট্র্যাক-এন্ড-ফিল্ড অ্যাথলেটরা দৌড়াবেন, লাফ দেবেন এবং নিক্ষেপ করবেন। তবে সব তারকারা এতে অংশ নেবেন কিনা এবং নিলেও সেরা ফর্মে থাকবন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মাত্র মাত্র ছয় সপ্তাহ পরে প্যারিসে অলিম্পিক গেমস। অ্যাথলিটরা প্রস্তুতি নিচ্ছেন সে লক্ষ্যেই।
উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
১৪ জুন থেকে ১৪ জুলাই ইউরোর আয়োজক জার্মানি। তবে ইউলিয়ান নাগেলসমানের প্রশিক্ষণে থাকা জার্মান দলকে নিয়ে খুব বেশি আশা করছেন না কেউ। কাতারে গত বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এই ব্যর্থতার পর তৎকালীন কোচ হ্যান্সি ফ্লিককে বাদ দিয়ে বায়ার্নের সাবেক ম্যানেজারকে স্বল্পমেয়াদী চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু সম্প্রতি তুরস্ক এবং অস্ট্রিয়ার বিপক্ষেও প্রীতি ম্যাচে পরাজিত হয়েছে জার্মানি।
ট্যুর ডি ফ্রান্স
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাইক্লিং রেসের ২০২৪ সালের সংস্করণ ২৯ জুন শুরু হবে ইটালির ফ্লোরেন্সে। অলিম্পিক গেমসের প্রস্তুতির কারণে প্রথমবারের মতো প্যারিসের পরিবর্তে অনুষ্ঠিত হবে ফ্রান্সের নিসে। নারীদের রেস চলবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। তাদের ট্যুর শেষ হবে আলপে দ'হুয়েজ-এ।
গ্রীষ্মকালীন অলিম্পিক
২৬ জুলাই শুরু হবে ২০২৪ সালের অলিম্পিক গেমস। প্রতিযোগিতা কেবল প্যারিস এবং আশেপাশের অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না৷ পালতোলা নৌকার ইভেন্টগুলো হবে মার্সেইয়ে, সার্ফিং অনুষ্ঠিত হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে। ফ্রান্সের অন্যান্য শহরেও ফুটবল, বাস্কেটবল এবং হ্যান্ডবল ইভেন্ট অনুষ্ঠিত হবে। ১৯০০ এবং ১৯২৪ গ্রীষ্মকালীন গেমসের পর এই নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজন করবে প্যারিস।
গ্রীষ্মকালীন প্যারালিম্পিক
অলিম্পিক শেষ হওয়ার ১৭ দিন পর ২৮ আগস্ট প্যারিসে শুরু হবে প্যারালিম্পিক। ৮ সেপ্টেম্বরের মধ্যে ২২টি খেলায় ৫৪৯টি ইভেন্টে পদক দেওয়া হবে। অলিম্পিকের তুলনায় এটিতে ২০২টি বেশি পদক রয়েছে। নারীদের ১০০ মিটার দৌড়ে অংশ নিতে অন্য়দের পাশাপাশি মোট ১৩ জন প্যারালিম্পিক বিজয়ী প্যারিসে থাকবেন বলে আশা করা হচ্ছে।
অ্যামেরিকা কাপ
আগস্টের শেষের দিকে বার্সেলোনায় ভূমধ্যসাগরে প্রতিযোগিতা শুরু হবে। এখানে নির্ধারণ করা হবে অক্টোবরে ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এটিই বিশ্বের প্রাচীনতম পালতোলা নৌকা দৌড়ের প্রতিযোগিতা। ১৮৫১ সালে ইংল্যান্ডের আইল অফ উইটের পাশে প্রথম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
নারীদের ইউরোপীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
২৮ নভেম্বর থেকে অস্ট্রিয়া এবং হাঙ্গেরিতে আয়োজিত এই টুর্নামেন্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন নারী হ্যান্ডবল খেলোয়াড়েরা। প্রথমবারের মতো এত ২৪টি দল অংশ নেবে। তবে স্বাগতিক দুই দলের পাশাপাশি অন্য কোন ২২ দল অংশ নেবে তা এখনও নির্ধারণ হয়নি। এপ্রিলের শুরু পর্যন্ত বাছাই পর্বের খেলা চলবে।