1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

৬ জুন ২০২৪

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জার্মানিকে প্রস্তুত থাকতে হবে৷

https://p.dw.com/p/4gjVJ
ন্যাটো জোটের অংশ হিসাবে জার্মান সৈন্য
ন্যাটোর পূর্ব সীমান্তে লিথুয়ানিয়ায় স্থায়ী ব্রিগেড মোতায়েনের আগ পর্যন্ত দেশটিতে সৈন্য মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ছবি: Monika Skolimowska/dpa/picture alliance

দেশটির নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসারও প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি৷

বুধবার (৫ জুন) প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, জার্মানির সশস্ত্র বাহিনী বুন্দেসভেরকে এ দশকের শেষ নাগাদ অপারেশনাল প্রস্তুতির জন্যও শক্তিশালী করা দরকার৷

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপের সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷

পিস্টোরিয়াস কী বলেছিলেন?

জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগ-এ এক প্রশ্নোত্তর পর্বে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ''আমাদের অবশ্যই ২০২৯ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে৷''

বরিস পিস্টোরিয়াস বলেন, ''সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে বিরত রাখতে আমাদের অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷'' ঠিক সে কারণেই অর্থ বরাদ্দ, সামরিক উপকরণ ক্রয় ও নতুন সেনা নিয়োগ দেয়ার কথা বলেন তিনি৷ তিনি আরও জানান,  ''জরুরি অবস্থায় আমাদের তরুণ শক্তিশালী নারী ও পুরুষদের প্রয়োজন, যারা এই দেশকে রক্ষা করতে পারবে৷'' সম্ভাব্য করণীয় সম্পর্কে যাচাই বাছাই করার জন্য তার মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন বরিস পিস্টোরিয়াস৷

জার্মানি ২০১১ সালে বাধ্যতামূলক সামরিক পরিষেবা স্থগিত করে৷ মার্চ মাসে প্রকাশিত গবেষণা প্রতিষ্ঠান ফোরসার একটি জরিপ অনুসারে, প্রায় অর্ধেক জার্মান নাগরিক এটি পুনরায় চালু করার পক্ষে৷

ওলাফ শলৎস এর ২০ টি ইউরোফাইটার অর্ডার অস্ত্র উৎপাদনে সহযোগিতার আহ্বান 

বুধবার (৫জুন) জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জানিয়েছেন, তার সরকার প্রতিরক্ষা শিল্পকে সমর্থন করবে৷ ইউরোপের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারীদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন৷

বার্লিনে আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অতিথিদের উদ্দেশে বলেন, ''আজ আমরা আগের চেয়ে আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে, ইউরোপীয় ও জার্মান প্রতিরক্ষা শিল্প থাকা কতটা গুরুত্বপূর্ণ৷ যেটি সব ধরনের অস্ত্র ও প্রয়োজনীয় গোলাবারুদ উৎপাদন করতে পারবে৷''

শলৎস বলেন,  ''আন্তর্জাতিক আইন অমান্য করে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা জার্মানিকে তার নিরাপত্তা নীতি নিয়ে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে৷''

অনুষ্ঠানে শলৎস জার্মানির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এয়ারবাসের কাছ থেকে আরও ২০টি ইউরোফাইটার জেট কেনার কথা জানান৷

রিচার্ড কনর/এসএইচ/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য