1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫ সাংসদের জামিন, সংসদে যায়নি বিএনপি

২৭ মে ২০১২

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপিসহ ১৮ দলের ৫ জন সংসদ সদস্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন৷ আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাকিদের জামিনের ব্যাপারে এক সপ্তাহের রুল জারি করা হয়েছে৷

https://p.dw.com/p/153DN
ছবি: DW/S.K.Dey

রবিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হলেও বিএনপি প্রথম দিনের অধিবেশনে যোগ দেয়নি৷

হরতালে ২৯শে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৮ দলের মোট ৩৪ নেতাকে জেলে পাঠানো হয় ১৬ই মে৷ তাঁদের মধ্যে ৮ জন সংসদ সদস্য রয়েছেন৷ দুই দফা জামিন আবেদন নাকচ হওয়ার পর রবিবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি নাজমুল আহসানের বেঞ্চ ৫ জন সংসদ সদস্যের ছয়মাসের জামিন মঞ্জুর করেন৷ আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ২৯ জনকে কেন জামিন দেয়া হবেনা তা জানতে চেয়ে সরকারের ওপর রুল জারি করা হয়েছে৷ জামিন পাওয়া পাঁচ সংসদ সদস্য হলেন, বিএনপি'র এম কে আনোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি'র অলি আহমেদ এবং বিজেপির আন্দালিব রহমান পার্থ৷ আদালতে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ তিনি জানান বাকিদের জামিনের বিষয়টি রুল নিস্পত্তির মাধ্যমেই সিদ্ধান্ত হতে পারে৷

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এম কে রহমান৷ তিনি জানান সংসদ সদস্য হওয়ায় ৫ জন জামিন পেয়েছেন৷ আর সাদেক হোসেন খোকা অসুস্থ থাকায় তাঁর জামিন আবেদনের শুনানি হবে সোমবার৷

এদিকে রবিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হলেও বিএনপি সংসদে যায়নি৷ বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নেতাদের জেলে রেখে তাঁরা সংসদে যাবেন না৷

এর জবাবে সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেছেন, বিরোধী দল চায় না সংসদ কার্যকর হোক, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করুক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য