৬ মাস গেল, ৪ বছর টিকতে পারবেন তো ট্রাম্প?
ক্ষমতার প্রথম ৬ মাস কাটলো বিতর্ক, কেলেঙ্কারি, অভিযোগ ও সংকটের মধ্যে৷ অবশ্য রিপাবলিকান দলের মধ্যে এখনো তাঁর প্রতি অটুট সমর্থন রয়েছে৷ সব প্রতিকূলতা অগ্রাহ্য করে বাকি সাড়ে তিন বছর টিকে থাকতে পারবেন কি ডোনাল্ড ট্রাম্প?
নির্বাহী আদেশই পছন্দ
প্রথম ছ’মাসে পূর্বসূরি বারাক ওবামার আমলের বিশেষ করে পরিবেশ ও শিল্প সংক্রান্ত ১৪টি নিয়মকানুন বাতিল করে দিয়েছেন ট্রাম্প৷ তবে সংসদের উভয় কক্ষে রিপাবলিকান দলের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও তাদের উপর ভরসা না করে নির্বাহী আদেশ জারি করতেই বেশি পছন্দ করেন তিনি৷
সংসদে ব্যর্থতা
রিপাবলিকান দলের সংসদ সদস্যরা আনুগত্য দেখিয়ে চললেও প্রথম ছ’মাসে প্রেসিডেন্ট হিসেবে সংসদে কোনো উল্লেখযোগ্য আইন পাশ করাতে পারেন নি ট্রাম্প৷ এমনকি দু’বার চেষ্টা চালিয়ে ‘ওবামাকেয়ার’ বাতিল করে স্বাস্থ্য বিমার সংস্কার সংক্রান্ত আইনও অনুমোদন করাতে পারেন নি তিনি৷
উচ্চাভিলাষী পরিকল্পনা
স্বাস্থ্য বিমা নিয়ে হাত পুড়িয়েও কর ও জনকল্যাণ ব্যবস্থার আমূল সংস্কার করতে বদ্ধপরিকর ট্রাম্প প্রশাসন৷ প্রথম এক বছরে প্রধান নির্বাচনি প্রতিশ্রুতিগুলি পূরণ করে ভোটারদের বাহবা কুড়াতে চান ট্রাম্প৷ তবে জটিল এই আইন সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি ও ঐকমত্যের অভাব দেখছেন সমালোচকরা৷
অবকাঠামোর উন্নয়ন
নির্বাচনি প্রচারের সময় অ্যামেরিকার বিপর্যস্ত অবকাঠামো ঢেলে সাজাতে এক লক্ষ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ রাস্তাঘাট, সেতু, পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা বা সংস্কারের কাজে সেই অর্থ ব্যয় করতে চেয়েছিলেন তিনি৷ অথচ ২০১৮ সালের বাজেটে এই খাতে কত বরাদ্দ পাওয়া যাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে৷
আবার ভোটের পরীক্ষা
২০১৮ সালের নভেম্বর মাসে কংগ্রেসের প্রায় অর্ধেক আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ততদিনে যথেষ্ট সাফল্য অর্জন করতে না পারলে রিপাবলিকান সংসদ সদস্যদের পক্ষে ভোটারদের মন জয় করা কঠিন হবে৷ সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারলে ট্রাম্প প্রশাসনের পক্ষে বাকি দু’বছর দেশ শাসন করা কঠিন হয়ে উঠবে৷
ক্ষমতা হারানোর আশঙ্কা?
প্রতীকী প্রতিরোধ হিসেবে বিরোধী ডেমোক্র্যাটিক দলের কয়েকজন সংসদ সদস্য অনাস্থা প্রস্তাব আনলেও প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ‘ইমপিচমেন্ট’ প্রক্রিয়ার জন্য যথেষ্ট সংখ্যক সদস্যের সমর্থন পাওয়া কঠিন৷ মারাত্মক কোনো ঘটনা বা সিদ্ধান্তের ক্ষেত্রে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যদিও আগেভাগে তার পূর্বাভাষ পাওয়া কঠিন৷