জার্মানির অপ্রাপ্তবয়স্ক অভিবাসী
৯ ফেব্রুয়ারি ২০১৭এই দলের অনুরোধেই জার্মান সরকার এ সংক্রান্ত তথ্য দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা ‘রাইনিশে পস্ট’৷ বহিষ্কার হওয়াদের মধ্যে ২৭৫ জন আফগান, ৫৮ জন সিরীয়, ৩৯ জন ইরিত্রীয় এবং ৩৬ জন ইরাকের শিশু রয়েছে৷
বর্তমানে জার্মানিতে ৪৫,২২৪ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী বাস করছে বলেও জানিয়েছে সরকার৷ গত বছর ৮৯ শতাংশ অপ্রাপ্তবয়স্ক শরণার্থীর আশ্রয়ের আবেদন গ্রহণ করা হয়৷ সিরিয়ার প্রায় ৯৮ শতাংশ এবং ইরাকের প্রায় ৭১ শতাংশ অপ্রাপ্তবয়স্কের আবেদন মঞ্জুর করা হয়৷ মরক্কান ও লিবীয়দের বেশিরভাগ আবেদন অসফল হয়েছে, কারণ, জার্মান সরকার এখন দেশ দুটিকে ‘নিরাপদ’ হিসেবে বিবেচনা করে৷
সমালোচনা
৬২০ জন অপ্রাপ্তবয়স্ককে তাদের দেশে পাঠিয়ে দেয়ার কড়া সমালোচনা করেছে জার্মানির গ্রিন পার্টি৷ দলের অন্যতম শীর্ষনেতা বেয়াটে ওয়াল্টার-রোজেনহাইম বলেন, দেশে পাঠিয়ে দেয়ার আগে তাদের কোনো আত্মীয় জার্মানিতে আছেন কিনা সেটি বিবেচনা করে দেখা উচিত ছিল৷
কড়া নিয়মনীতি
জার্মানিতে আসা অনূর্ধ্ব-১৮ বয়সের শরণার্থীদের কড়া নিয়মনীতির মধ্যে দিয়ে যেতে হয়৷ এরপরই তাদের আশ্রয়ের আবেদন গৃহীত হয়৷ নতুন আসা শরণার্থীদের শিশুদের নিয়ে কাজ করে এমন সংগঠনের কাছে পাঠানো হয়৷ কারও বয়স নিয়ে সন্দেহ থাকলে তার হাড় পরীক্ষা করা হয়৷ জার্মানির ১৬টি রাজ্যের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রতিটি রাজ্যের জন্য অপ্রাপ্তবয়স্ক শরণার্থী নেয়ার কোটা নির্ধারণ করে দেয়া হয়েছে৷
জেডএইচ/এসিবি (কেপিএ, ডিপিএ, এএফপি)