অন্তবর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ড. ইউনূস
প্রকাশিত ৬ আগস্ট ২০২৪শেষ আপডেট ৬ আগস্ট ২০২৪আপনারা যা জানা দরকার
গনআন্দোলনের মধ্য দিয়ে সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যান৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ড. ইউনূসকে অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব ঘোষণা করেছে৷
দায়িত্ব নিতে সম্মতি প্রকাশ করেছেন ড. মুহাম্মদ ইউনূস৷
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে৷
খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে৷
সোমবার দেশজুড়ে সহিংসতায় শতাধিক প্রাণ হারিয়েছেন৷
অন্তবর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন৷ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে৷ আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে ছাত্রদের ১৩ সদস্যের একটি দলের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজীমউদ্দীন উপস্থিত ছিলেন।
‘প্রতিহিংসাপরায়নতা এই মুহূর্তে পরিহার করতে হবে’
বর্তমান পরিস্থিতি সহিংসতার মাধ্যমে তরুণদের বিজয় যাতে কলঙ্কিত না হয় সেই আহ্বান জানিয়ে অধিকারকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান৷ বলেন, ‘‘প্রতিহিংসা পরায়নতা এই মুহূর্তে পরিহার করতে হবে৷’’ সংগীত শিল্পী আসিফ আকবর একই আহ্বান জানিয়ে বলেছেন, আমরা চাইবো দেশে জ্বালাও, পোড়াও, লুটপাট বন্ধ হোক৷ জীবনের নিরাপত্তা, বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তারা যেন ভালো থাকেন৷’’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজী বলেন, ‘‘দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো আমাদের শিক্ষার্থীরা, তরুণরা একটা অভূতপূর্ব সুন্দর বিজয় অর্জন করেছে৷ এই বিজয়টা আমরা যেন কলঙ্কিত না করি, আমাদের ক্ষুদ্র হিংস্রতা দিয়ে, সহিংসতা দিয়ে৷’’
অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে চলছে বৈঠক
বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয় বলে প্রথম আলোকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। বৈঠকে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যপক তানজীমউদ্দীন।
আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে জানিয়েছে মো. নাহিদ ইসলাম।
এপিবি/এফএস (প্রথম আলো)
শান্তি বজায় রাখার আহ্বান মার্কিন দূতাবাসের
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া বার্তায় শান্তি বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেছে৷
তারা বলেছে, ‘‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় স্থানের উপর হামলার খবরে আমরা উদ্বিগ্ন৷ বাংলাদেশের জনগণের বন্ধু ও অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্খা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সহায়তা অব্যাহত রাখবে৷’’
এফএস/জেডএইচ
সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদবদল করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে৷ ২০২২ সালে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার৷ এর আগে তিনি এই সংস্থার পরিচালকের দায়িত্ব পালন করেছেন৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে মেজর থাকাকালে তিনি র্যাব-২ এর উপঅধিনায়ক হন৷ ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান৷ সেসময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়৷
লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে৷ লেফটেন্যান্ট জেনারেল মোঃ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷
এফএস/জেডএ
হামলার ঘটনায় ইইউ’র উদ্বেগ
বাংলাদেশে ধর্মীয় উপাসনা এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন মিশনগুলোর প্রধানেরা৷ ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ-এর এক্স একাউন্টে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে৷
সংখ্যালঘুদের সুরক্ষায় আন্দোলনকারী শিক্ষার্থ ও অন্যদের প্রচেষ্টাকে তারা স্বাগত জানিয়েছেন৷
বার্তায় বলা হয়েছে, ‘‘সব দলের প্রতি আহ্বান, যাতে তারা সংযমের পথ বেছে নেয়, সব মানুষের মৌলিক অধিকার রক্ষা ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে পদক্ষেপ নয়৷’’
এফএস/এপিবি
শেখ হাসিনাকে কয়েকদিন সময় দিতে চায় ভারত
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালো ভারত। রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, ''আমাদের মনে হয়েছে. নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সেই মুহূর্তে ভারতে আসার অনুমোদন দেয়ার অনুরোধ করেন। তার বিমান ভারতে আসার অনুমোদন চাওয়া হয়। সোমবার সন্ধ্যায় তিনি দিল্লিতে এসে পৌঁছান।''
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন। ২০২৪-এর জানুয়ারিতে নির্বাচনের পর সেখানে প্রবল উত্তেজনা, গভীর বিভাজন ও মেরুকরণ হয়। জুনে ছাত্র আন্দোলনের পর পরিস্থিতি আরো গম্ভীর হয়ে ওঠে। সহিংসতা বাড়ে। ভবন ও পরিকাঠামোর উপর আক্রমণ হয়। রেল ও ট্রাফিক বিঘ্নিত হয়। জুলাইতেও বিক্ষোভ চলে। আমরা এই সময় বারবার সবাইকে সংযত হতে বলি এবং জানাই যে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।’’
জয়শঙ্কর বলেছেন, ''ঢাকা ছাড়া চট্টগ্রাম, রাজশাহি, খুলনা ও সিলেটে উপ দূতাবাস আছে। আমরা আশা করি বাংলাদেশ সরকার সেখানে নিরাপত্তার ব্যবস্থা করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে।’’
জয়শঙ্কর বলেছেন, ''সংখ্যালঘুরা কেমন আছেন, তার দিকেও নজর রেখেছি। বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন তাদের নিরাপত্তার জন্য সচেষ্ট। আমরা তা স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।’’
সর্বদলীয় বৈঠক
জয়শঙ্কর সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন, ‘‘শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত কয়েকদিন সময় দিতে চায়।’’
বিরোধী নেতা রাহুল গান্ধী তিনটি প্রশ্ন করেন, তিনি জানতে চান, বাংলাদেশ নিয়ে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? জয়শঙ্কর জানান, বাংলাদেশের পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। সরকার তার দিকে নজর রাখছে। রাহুলের দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশে বিদেশি শক্তি, বিশেষ করে পাকিস্তানের ভূমিকা নিয়ে। জয়শঙ্কর বলেন, ‘‘কেন্দ্র তা তদন্ত করে দেখছে।’’
রাহুল জানতে চান, বাংলাদেশে যে এই ধরনের পরিবর্তন হতে পারে, সরকার কি তা আঁচ করেছিল? জয়শঙ্কর জবাব দেন, ‘‘সরকার পরিস্থিতি খতিয়ে দেখছে।’’
বিমানবন্দর থেকে আটক পলক
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে, সদ্য ক্ষমতাচ্যুত সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে৷
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দরের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন৷ জানা গেছে, পলক দিল্লি যাওয়ার চেষ্টা করছিলেন৷ এ সময় বিমানবন্দরের স্টাফ ও কর্মীরা তাকে আটকায়৷
এফএস/আরআর (দ্য ডেইলি স্টার)
জাতীয় সংসদ বিলুপ্ত, খালেদা জিয়াকে মুক্তি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তে জাতীয় সংসদ বিলুপ্ত, খালেদা জিয়া মুক্ত৷ ০৫ আগষ্ট ২০২৪ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু। বঙ্গভবন থেকে ০৬ আগস্ট ২০২৪ এর প্রেস রিলিজ৷
এফএস/কেএম
বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দিতে আল্টিমেটাম
মঙ্গলবার বিকাল ৩টার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম৷ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি৷
আরো দুই সমন্বয়কসহ ফেসবুকে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘‘রাষ্ট্রপতি গতকাল বলেছেন যে, তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবেন৷ কিন্তু আমরা এখনো দেখছি যে, একটি অভ্যুত্থানের পরও এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে৷’’
বিকাল ৩টার মধ্যে যদি সংসদের বিলুপ্তি ঘোষণা না করা হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন তিনি৷
নাহিদ বলেন, ‘‘সারাদেশে লুটপাট, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে৷ আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে৷ দায়িত্ব নিতে হবে৷ কেউ যেন এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে সতর্ক থাকতে হবে৷’’
এফএস/আরআর (ডেইলি স্টার)
অনতিবিলম্বে এই পার্লামেন্ট ভেঙে দিন: ফখরুল
অনতিবিলম্বে পার্লামেন্টে ভেঙ্গে দিয়ে অন্তবর্তীকালী সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে দলের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন তিনি৷
গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অন্তবর্তী সরকার গঠনের সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা দৃড়তার সঙ্গে বলতে চাই ২৪ ঘণ্টার মধ্যেই এই কাজগুলোর সমাধান করতে হবে৷ আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যেই...এই পার্লামেন্ট ভেঙে দিয়ে অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন৷ অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে৷’’
ড. ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘যখনই প্রেসিডেন্ট প্রস্তাব করবেন তখনই আমরা নাম দেব৷...তবে একটা কথা বলে নেই ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে৷’’ তবে সর্বদলীয় সরকার যাতে গঠন হয় সেটি তারা আশা করেন বলে জানান৷
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সবাই একমত অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে৷’’ জানান, খালেদা জিয়া এখন অসুস্থ, তিনি যখন নিজেকে ফিট মনে করবেন তখন জনসম্মুখে আসবেন৷
সবাইকে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে ধৈর্য্যে ধারণের আহ্বান জানান তিনি৷ সশস্ত্রবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি তাদের ধন্যবাদ জানান৷
বিএনপি সমাবেশের আয়োজন করতে পারে বলেও জানান তিনি৷
এফএস/জেডএ