হত্যাকারীর স্ত্রী কী জানতেন?
১৫ জুন ২০১৬নুর সালমানের বিরুদ্ধে ৪৯ জনকে হত্যা ও আরো ৫৩ জনকে হত্যার প্রচেষ্টায় সহযোগী থাকার অভিযোগ আনতে চলেছেন সরকারি কৌঁসুলি ; সেই সঙ্গে থাকছে পুলিশকে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে না জানানো ও ফেডারাল এজেন্টদের প্রতি মিথ্যাভাষণের অভিযোগ৷ নুর নিজে তদন্তকারীদের বলেছেন যে, তিনি মতিনের সঙ্গে কথা বলে তাকে আক্রমণ চালানো থেকে বিরত করার চেষ্টা করেছিলেন৷
নুর এফবিআই এজেন্টদের আরো বলেন যে, তিনি মতিনকে একাধিকবার গাড়ি চালিয়ে ‘পালস' নাইটক্লাবে নিয়ে গেছেন, কেননা মতিন জায়গাটা চিনে রাখতে চেয়েছিলেন৷ নয়ত নুর আর ২৯ বছর বয়সি মতিনের একটি তিন বছর বয়সি পুত্রসন্তান আছে৷ নুর ক্যালিফর্নিয়ার মেয়ে, রোডিও নামের একটি ছোট্ট জায়গায় মানুষ হয়েছেন; ফিলিস্তিনি বংশোদ্ভূত; সম্বন্ধ করে দেওয়া বিয়ে ছেড়ে মতিনকে বিয়ে করেন প্রেমে পড়ে৷ তবে সেই প্রেম শুরু হয়েছিল অনলাইনে, বলে জানিয়েছেন এক প্রতিবেশী৷ ওমার মতিন ছিলেন সিকিউরিটি গার্ড, বডিবিল্ডার ও ধর্মপ্রাণ মুসলমান৷ উভয়ের বিয়ে হয় ২০১১ সালের সেপ্টেম্বর মাসে৷
সারা বিশ্ব যখন অরল্যান্ডোর এলজিবিটি ডিসকোয় হত্যাকাণ্ডে নিহতদের প্রতি সংহতি জানাচ্ছে, তখন তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওমার মতিন এই হত্যাকাণ্ড চালালেন কেন? মতিন নিজে তাণ্ডব চলার সময়েই ৯১১-য় টেলিফোন করে দাবি করেছিলেন যে, তিনি ইসলামিক স্টেটের সমর্থক৷ মতিনের প্রাক্তন স্ত্রী সিতোরা ইউসুফি ইতিপূর্বে বলেছেন যে, মতিন মানসিকভাবে অসুস্থ, কর্তৃত্বপূর্ণ ও বদরাগী ছিলেন; অপরদিকে মতিন নাকি নাইটক্লাবে যেতে ও নৈশজীবন উপভোগ করতে ভালোবাসতেন৷
পালস-এর কিছু নিয়মিত অতিথিরাও মতিনের এই এলজিবিটি নাইটক্লাবে একাধিকবার আসার কথা বলেছেন; এমনকি মতিন নাকি অনলাইনেও সমকামী সঙ্গির খোঁজ করেছেন৷ সব মিলিয়ে কিছু মনোবিজ্ঞানীর ধারণা যে, মতিন হয়ত নিজের সমকামিতা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভুগছিলেন – যদিও তিনি যে সমকামী ছিলেন, মতিনের পিতা সেদ্দিক মতিন সে-কথা অস্বীকার করেছেন৷
ওদিকে হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাটদের শেষ প্রাইমারিতে বিপুল ভোটে জয়লাভ করার পর মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন এখন ট্রাম্প ও ক্লিন্টনের লড়াইতে পরিণত হয়েছে, যে লড়াইতে ওবামা স্পষ্ট ও সোচ্চারভাবে হিলারির দিকে৷ তাই ট্রাম্পের মন্তব্য: ওবামা অরল্যান্ডো হত্যাকারীর উপর যতটা না বিরূপ, তার চেয়ে বেশি বিরূপ ডোনাল্ড ট্রাম্পের প্রতি৷
এসি/ডিজি (এপি, এএফপি)