1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকের দিকে নজর সবার

রিয়াজুল ইসলাম২৩ জুলাই ২০০৮

আগস্টে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন দি আর্থ অলিম্পিক৷ বিশ্বের সব তারকা খেলোয়াড়দের মিলন ঘটবে মাসব্যাপী এ প্রতিযোগিতায়৷ সারা বিশ্বের তারকা খেলোয়াড়রা মিলিত হতে যাচ্ছে বেইজিংয়ে৷

https://p.dw.com/p/EiEC
বেইজিংয়ে অলিম্পিক স্টেডিয়াম (ফাইল ফটো)ছবি: AP

তবে অলিম্পিকে দলীয় ইভেন্টের চেয়ে ব্যক্তিগত ইভেন্টের দিকেই সকলের নজর থাকে বেশী৷ সে হিসেবে বরাবরের মত এ্যাথলেটিকসের পাশে এবার বাড়তি আগ্রহ থাকছে টেনিসকে ঘিরে৷ সকলের প্রশ্ন আবারও কি মুখোমুখি হতে যাচ্ছেন উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও বর্তমান এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরার? বেইজিং অলিম্পিকে দুজনই দেশের পক্ষে অংশ নিতে যাচ্ছেন৷ তাই তাদের মধ্যে আবারো একটি ক্লাসিক ম্যাচ দেখার আশা করছেন টেনিস সমর্থকরা৷ এদিকে সুইস তারকা রজার ফেদেরারের জন্মদিন হতে যাচ্ছে যেদিন অলিম্পিক শুরু হবে৷ তাই জন্মদিন দিয়ে অলিম্পিক শুরুর পাশাপাশি অলিম্পিক প্যারেডে সুইজারল্যান্ডের পতাকাও বহন করার আশা করছেন তিনি৷

Olympiade Beijing 2008, Vogelnest, Birds nest
অলিম্পিকের মুল ভেন্যু ''চায়না ন্যাশনাল স্টেডিয়াম''ছবি: AP Images

এ বছরের ফ্রেঞ্চ ওপেনের পাশাপাশি উইম্বলডন জিতেছেন স্পেনিশ তারকা রাফায়েল নাদাল৷ তাই এবার লক্ষ্য অলিম্পিক স্বর্ণপদক জিতে ট্রেবল পূরণ করা৷ এর আগে কেবল জার্মানির সাবেক তারকা স্টেফি গ্রাফের এরকম রেকর্ড রয়েছে৷ নাদাল জানিয়েছেন স্বর্ণপদক জিততে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন৷ কারণ তার ওপর প্রত্যাশাটা এবার অন্যবারের চেয়ে বেশী৷

ফুটবল ইভেন্টে এবার ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন তারকাদের দেখতে পাবে দর্শকরা৷ তাদের মধ্যে রয়েছেন ব্রাজিলিয়ান দু তারকা রোনালদিনহো ও রবিনো৷ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও দলের সঙ্গে বেইজিং যাচ্ছেন৷

বাস্কেটবলেও এবার বড় বড় তারকারা অংশ নিচ্ছেন৷ এনবিএ তারকা কোবে ব্রায়ান্ট ও লেব্রন জেমস এদের মধ্যে রয়েছেন৷

এর বাইরে সাতারে এবার স্পটলাইটটা থাকছে যুক্তরাষ্ট্রের মাইকেল ফেল্পসের ওপর৷ গতবার এথেন্স অলিম্পিকে ছয়টি স্বর্ণপদক জেতার পর এবার মার্ক স্পিটজ এর সাত স্বর্ণপদকের রেকর্ড ভাঙ্গতে পারেন কিনা সেটা দেখার আশায় রয়েছে তার ভক্তরা৷

অলিম্পিকের মুল ইভেন্ট হচ্ছে এ্যাথলেটিকস৷ আর এ্যাথলেটিকস এর আসল প্রতিযোগিতা হচ্ছে একশ মিটার স্প্রিন্ট৷ এবার এ ইভেন্টে মূল প্রতিযোগিতা হবে নতুন বিশ্ব রেকর্ডধারী উসাইন বোল্ট ও বিশ্ব চ্যাম্পিয়ন টাইসন গের মধ্যে৷ তাদের সঙ্গে থাকছেন সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েলও৷ তবে বোল্ট কেবল ২০০ মিটার স্প্রিন্টে অংশ নিতে পারেন বলে অনেকে ধারণা করছেন৷ এদিকে স্বাগতিক চীনের এবারের সবচে বড় তারকা থাকছেন এই এ্যাথলেটিকসে৷ গত অলিম্পিকে ১১০ মিটার হার্ডলস জেতার পর এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড ধরে রাখা লিউ জিয়াং তাই এবার চীনের সবচে বড় ভরসা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান