1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে জঙ্গি নেই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ নভেম্বর ২০১৫

বাংলাদেশে আইএস সরাসরি না থাকলেও স্থানীয় জঙ্গিরা এর দৃষ্টি আকর্ষণ করতে চায় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা৷ ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রশিদ (অব) মনে করেন, এ কারণেই বিদেশি হত্যা, ধর্মযাজকদের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটছে৷

https://p.dw.com/p/1HCyZ
Bangladesch Aktivist Hizb-ut-Tahrir Dhaka Zusammenstöße Polizei
ছবি: Reuters

জিহাদী জন পরিচয়ে আইএস-এর নামে ভুয়া হুমকি এবং তৎপরতার অভিযোগে বাংলাদেশে নাহিদ হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয় বুধবার৷ সে শিবির কর্মী বলে পুলিশ দাবি করলেও শিবির অবশ্য তা অস্বীকার করছে৷

বুধবার রাতে পুলিশ পাঁচ জেএমবি কর্মীকে আটক করেছে৷ পুলিশের দাবি, তারা হোসেনী দালান এলাকায় আশুরার মিছিলে বোমা হামলাসহ আরো অনেক নাশকতার কাজে জড়িত৷

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, ‘‘আশুলিয়ার ব্যাংক ডাকাতি, ত্রিশালে জঙ্গি ছিনতাই, রাজধানীতে হোসনি দালানে বোমা হামলা, গাবতলীতে পুলিশ হত্যা, আশুলিয়ায় চেক পোস্টে পুলিশ হত্যা এবং পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি জেএমবি এই গ্রুপটি জড়িত৷ তিনি জানান, এমনকি মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে হামলারও পরিকল্পনা ছিল জেএমবির৷'' এর আগে পাবনায় খ্রিষ্টান ধর্মযাজককে হত্যার চেষ্টা, দিনাজপুর ও রংপুরে ধর্ম যাজককে হত্যার হুমকি জেএমবিরই কাজ বলে পুলিশ দাবি করেছে৷ আর দুই বিদেশি হত্যার সঙ্গেও তাদের সংশ্লিষ্টতা আছে বলে মনে করে পুলিশ৷

[No title]

আইএস থাকার দাবি সরকার নাকোচ করলেও বাংলাদেশে তাহলে আবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তৎপরতা বেড়ে গেল? এমর প্রশ্নের জবাবে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রশিদ (অব) বলেন, ‘‘বাংলাদেশে সরাসরি আইএস নাই৷ তবে তাদের অনুসারী আছে৷ তারাই এখন নানা হত্যা ও নাশকতা চালিয়ে আইএস-এর দৃষ্টি আকর্ষণ করতে চাইছে৷ আর এই জঙ্গিরা কখনো জেএমবি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম অথবা অন্যকোন নামে কাজ করছে৷ তারা চায় আইএস-এর সঙ্গে সরাসরি যুক্ত হতে৷''

বাংলাদেশে আইএস একজন নেতা খুঁজে পেয়েছে এমন খবরের ব্যাপারে তিনি বলেন, ‘‘এটাও একটা প্রচারণা হতে পারে৷ যেরমক বাংলাদেশে জিহাদী জন নামে আইএস-এর নামে ভুয়া প্রচারণার দায়ে একজন আটক হয়েছে৷''

"বাংলাদেশে সরাসরি আইএস নাই' ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রশিদের এই কথার সাথে কি আপনি একমত?নীচের মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য