আদালতের রায়ে ইমরানের শরিক দলের হাতে পাঞ্জাব প্রদেশ
২৭ জুলাই ২০২২মাঝরাতেই ‘কাহানি মে টুইস্ট’৷পাকিস্তানের সবচেয়ে জনবহুল এলাকা পাঞ্জাব প্রদেশেরমুখ্যমন্ত্রী হয়ে গেছেন ইমরান খান সমর্থিত প্রার্থী৷ মঙ্গলবার মাঝরাতের রায়ে ফের পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজের নিয়োগকে বেআইনি ঘোষণা করেছে আদালত৷
পাকিস্তানের শীর্ষ আদালতের এই রায় হামজার বাবা, অর্থাৎ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য বড় এক ধাক্কা৷ পাঞ্জাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া ছিল সরকার৷ ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন-এর) নেতৃত্বাধীন জোট সরকারকে এই রায় যথেষ্ট উদ্বেগে ফেলেছে৷
মাস কয়েক আগেই দেশের ধসে পড়া অর্থনীতিএবং ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো৷ দেশের অর্থনীতির সংস্কারের কথা বলা হয়েছিল তখন৷ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে অনাস্থা ভোটে এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান খান৷ এবার পাকিস্তান সরকারের উপর ফের চাপ বাড়াল ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)৷
নাটকীয় মোড়
পাকিস্তানের সুপ্রিম কোর্টএকটি সংক্ষিপ্ত আদেশে ইমরান খান সমর্থিত প্রার্থীর পক্ষে রায় দেয়৷ মঙ্গলবার মধ্যরাতের আগে ইমরান সমর্থিত পারভেজ এলাহিকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসানোর নির্দেশ দেয় আদালত৷ ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এলাহিকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজের নিয়োগ বেআইনি বলে জানায় আদালত৷
এর আগে পাঞ্জাব বিধানসভার স্পিকার এলাহিকে জয়ী মানতে অস্বীকার করেছিলেন৷ কিন্তু শীর্ষ আদালত স্পিকারের সেই সিদ্ধান্ত বাতিল করে৷
মঙ্গলবার মধ্যরাতে রায়ের পর সাংবাদিকদের তথ্য বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, ‘‘এই সিদ্ধান্ত জনগণ মেনে নেয়নি৷ জোটের শরিকদের সঙ্গে কথা বলে ভবিষ্যতের কর্মসূচি ঠিক করব৷''
বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা, মুদ্রার অবমূল্যায়নে বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতি৷ গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতিতে জীবনযাত্রার ব্যয় মেটাতে নাজেহাল সাধারণ নাগরিক৷ এবার ইমরান ও তার বিরোধীদের মধ্যে ক্ষমতার দড়ি টানাটানির প্রভাবও পড়ছে ২০ কোটি জনসংখ্যার দেশটির অর্থনীতিতে৷
আরকেসি/এসিবি (রয়টার্স)