আপিল করেছেন নওয়াজ শরিফ
১৬ জুলাই ২০১৮নওয়াজের আইনজীবীরা সোমবার ইসলামাবাদ হাইকোর্টে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেন৷ তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর অন্যতম আইনজীবী খাজা হারিস আহমেদ বলেন, ‘‘কোনো প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করে এ রায় দেয়া হয়েছে৷''
গত ৬ জুলাই পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতা নওয়াজ তাঁর মেয়ে মরিয়মের বিরুদ্ধে রায় ঘোষণা করে পাকিস্তানের দুর্নীতিবিরোধী মামলার আদালত৷ দুর্নীতির দায়ে নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড এবং ৮৯ লাখ পাউন্ড জরিমানা করে আদালত৷ অন্যদিকে মরিয়মের বিরুদ্ধে দেয়া হয় ৮ বছরের কারাদণ্ড এবং ২০ লক্ষ পাউন্ড জরিমানার আদেশ৷
গত শুক্রবার মেয়ে মরিয়মসহ পাকিস্তানে ফেরেন নওয়াজ শরিফ৷ কিন্তু বিমান লাহোর বিমানবন্দরে অবতরণের পরই ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো তাঁদের পাসপোর্ট জব্দ করে৷ এরপর ছোট প্রাইভেট বিমানে দু'জনকেই নিয়ে যাওয়া হয় ইসলামাবাদে৷ নওয়াজের বিরুদ্ধে অভিযোগ, নব্বইয়ের দশকে পাকিস্তান থেকে টাকা নিয়ে তিনি লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট বানিয়েছেন৷ রায় ঘোষণার সময় নওয়াজ লন্ডনে ছিলেন৷ তাঁর অনুপস্থিতিতে তাঁকে পলাতক দেখিয়েই রায় ঘোষণা করে আদালত৷
আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন৷ দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ এ নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ তবে তাঁর দল মুসলিম লিগ অংশ নেবে৷ দলটির এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভেরও সম্ভাবনা আছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ মুসলিম লিগ (এন) সমর্থকরা মনে করেন, এ নির্বাচন থেকে দূরে রাখতেই নওয়াজকে দোষী সাব্যস্ত করা হয়েছে৷
এসিবি/ডিজি (এপি, ডিপিএ)