নওয়াজ শরিফ আটক, পাসপোর্ট জব্দ
১৩ জুলাই ২০১৮গত সপ্তাহে পাকিস্তানের একটি আদালত নওয়াজ শরীফকে ১০ বছর ও তাঁর মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়৷ সেই দণ্ড মাথায় নিয়েই শুক্রবার দেশে ফিরলেন নওয়াজ৷
আগে থেকেই পুলিশ এবং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)-র প্রস্তুতি ছিল, দেশে ফিরলেই নওয়াজ ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করার৷
শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক পৌনে নয়টার দিকে বিমান অবতরণের পরই আইন-শৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরা প্লেনে উঠে অন্য যাত্রীদের নেমে যেতে অনুরোধ করেন৷ এরপর নওয়াজ ও তাঁর মেয়ের পাসপোর্ট জব্দ করে ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো৷
এরপর একটি ছোট প্রাইভেট প্লেনে করে তাঁদের নিয়ে যাওয়া হয় ইসলামাবাদে৷ নওয়াজের দেশে ফেরার খবরে বিমানবন্দরের বাইরে জড়ো হন নওয়াজের দল পিএমএল-এন-এর হাজার হাজার কর্মী ও সমর্থক৷
লাহোরের বিভিন্ন সড়কে পিএমএল-এন কর্মীরা অবস্থান নেয়ায় শহরের বড় একটি অংশ প্রায় অচল হয়ে পড়েছে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য৷
এর আগে গত ৬ জুলাই লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা বিষয়ক দুর্নীতি মামলায় নওয়াজ ও তাঁর মেয়েকে দোষীসাব্যস্ত করে রায় দেয় আদালত৷
রায়ে কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ১ কোটি ৫০ লাখ পাউন্ড এবং মরিয়মকে ২০ লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে৷ লন্ডনে তাঁর পরিবারের সব সম্পত্তি জব্দ করার নির্দেশও দিয়েছে আদালত৷
অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত কয়েক মাস ধরে নওয়াজ ও মরিয়ম লন্ডনে বসবাস করছেন৷ তাঁদের অনুপস্থিতিতেই আদালত ওই রায় ঘোষণা করে৷
নওয়াজ শরীফ অবশ্য তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি, আসন্ন জাতীয় নির্বাচনে তাঁর অংশগ্রহণ ঠেকাতে সেনাবাহিনীই এ ষড়যন্ত্র করছে৷
এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স)