আফগান পুলিশের প্রশিক্ষণ
২ সেপ্টেম্বর ২০১২সম্প্রতি তথাকথিত নীল উর্দিধারীদের উপর সবুজ উর্দিধারীদের আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে৷ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা অচকিতে এবং আচম্বিতে তাদের পশ্চিমা মিত্রদের উপর, এমনকি সামরিক প্রশিক্ষকদের উপর গুলি চালিয়েছে৷ এ'বছর প্রায় ৩০টি এ'ধরণের ঘটনা ঘটেছে৷ এ'সব ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ৪৫ জন মিত্রসেনা, অর্থাৎ ২০১২ সালের সামগ্রিক ক্ষয়ক্ষতির প্রায় ১৪ শতাংশ৷
আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল থমাস কলিন্স জানিয়েছেন যে, চলতি সহযোগিতা অভিযানগুলি চালু থাকবে, কিন্তু প্রায় ১,০০০ নতুন এএলপি রংরুটদের প্রশিক্ষণ সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে৷ এএলপি বলতে বোঝায় আফগান লোকাল পুলিশ বা স্থানীয় পুলিশ৷ মার্কিন পৃষ্ঠপোষকতায় প্রায় ত্রিশ হাজার সদস্যের এই পুলিশবাহিনী গড়ে তোলা হচ্ছে৷ এদের কাজ হবে, আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে তালেবান বিদ্রোহীদের মোকাবিলা করা৷
মার্কিন ওয়াশিংটন পোস্ট পত্রিকার খবর অনুযায়ী এএলপি'র প্রায় ২৭,০০০ সদস্যকে অনুসন্ধান করে দেখা হবে৷ পত্রিকাটি জানাচ্ছে যে, আফগান সেনাবাহিনী ও পুলিশবাহিনী গড়ে তোলার সময় আফগান এবং মার্কিন, উভয় পক্ষই বহু সামরিক নিয়মাবলী উপেক্ষা করেছে এই আশঙ্কায় যে, খুঁটিনাটি বজায় রাখতে গেলে আফগান সেনাবাহিনী এবং পুলিশবাহিনীর সম্প্রসারণে বিলম্ব হতে পারে৷ অপরদিকে সাম্প্রতিক কয়েক মাসে তালেবানও তাদের আক্রমণের সংখ্যা, পরিধি ও তীব্রতা বাড়িয়েছে৷ তাদের উদ্দেশ্য: আফগান নিরাপত্তা বাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটিকে বিঘ্নিত করা৷
শনিবার মধ্য আফগানিস্তানের ওয়ার্দাক প্রদেশে একটি ন্যাটো ঘাঁটির কাছে যুগল বোমা আক্রমণে অন্তত ১২ জন মানুষ নিহত এবং আরো ৬০ জন আহত হয়েছে৷ নিহতদের মধ্যে চারজন ছিল আফগান পুলিশ৷ আহতদের মধ্যে আইসাফ রক্ষীবাহিনীর সদস্যরাও আছে৷ কাবুল সরকার এবং ন্যাটো মিলে দেশের প্রত্যন্ত অঞ্চলে তালেবানদের সঙ্গে যোঝার জন্য যে সব সশস্ত্র গোষ্ঠী সৃষ্টি করেছেন, তাদের বলা হয় আর্বাকিস৷ রবিবার পূর্ব আফগানিস্তানে এই ধরণের একটি সশস্ত্র গোষ্ঠী একটি গ্রাম আক্রমণ করে অন্তত দশজন গ্রামবাসীর প্রাণহানি ঘটিয়েছে৷
এসি / এএইচ ( এএফপি, ডিপিএ)