1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগান পুলিশের প্রশিক্ষণ

২ সেপ্টেম্বর ২০১২

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী প্রায় এক হাজার আফগান পুলিশ রংরুটের প্রশিক্ষণ বন্ধ রাখছে৷ ন্যাটো সৈন্যদের উপর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের আক্রমণ বৃদ্ধি পাওয়ায় সর্বাগ্রে বর্তমান সদস্যদের পটভূমি অনুসন্ধান করে দেখা হবে৷

https://p.dw.com/p/162Ho
Afghan police graduation ceremony in Herat province epa03285291 Afghan policemen march during their graduation ceremony in Herat, Afghanistan, 28 June 2012. Successfull training of Afghan forces is regarded the key to NATO plans to hand over frontline security to local troops in 2014. EPA/JALIL REZAYEE +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

সম্প্রতি তথাকথিত নীল উর্দিধারীদের উপর সবুজ উর্দিধারীদের আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে৷ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা অচকিতে এবং আচম্বিতে তাদের পশ্চিমা মিত্রদের উপর, এমনকি সামরিক প্রশিক্ষকদের উপর গুলি চালিয়েছে৷ এ'বছর প্রায় ৩০টি এ'ধরণের ঘটনা ঘটেছে৷ এ'সব ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ৪৫ জন মিত্রসেনা, অর্থাৎ ২০১২ সালের সামগ্রিক ক্ষয়ক্ষতির প্রায় ১৪ শতাংশ৷

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল থমাস কলিন্স জানিয়েছেন যে, চলতি সহযোগিতা অভিযানগুলি চালু থাকবে, কিন্তু প্রায় ১,০০০ নতুন এএলপি রংরুটদের প্রশিক্ষণ সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে৷ এএলপি বলতে বোঝায় আফগান লোকাল পুলিশ বা স্থানীয় পুলিশ৷ মার্কিন পৃষ্ঠপোষকতায় প্রায় ত্রিশ হাজার সদস্যের এই পুলিশবাহিনী গড়ে তোলা হচ্ছে৷ এদের কাজ হবে, আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে তালেবান বিদ্রোহীদের মোকাবিলা করা৷

মার্কিন ওয়াশিংটন পোস্ট পত্রিকার খবর অনুযায়ী এএলপি'র প্রায় ২৭,০০০ সদস্যকে অনুসন্ধান করে দেখা হবে৷ পত্রিকাটি জানাচ্ছে যে, আফগান সেনাবাহিনী ও পুলিশবাহিনী গড়ে তোলার সময় আফগান এবং মার্কিন, উভয় পক্ষই বহু সামরিক নিয়মাবলী উপেক্ষা করেছে এই আশঙ্কায় যে, খুঁটিনাটি বজায় রাখতে গেলে আফগান সেনাবাহিনী এবং পুলিশবাহিনীর সম্প্রসারণে বিলম্ব হতে পারে৷ অপরদিকে সাম্প্রতিক কয়েক মাসে তালেবানও তাদের আক্রমণের সংখ্যা, পরিধি ও তীব্রতা বাড়িয়েছে৷ তাদের উদ্দেশ্য: আফগান নিরাপত্তা বাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটিকে বিঘ্নিত করা৷

শনিবার মধ্য আফগানিস্তানের ওয়ার্দাক প্রদেশে একটি ন্যাটো ঘাঁটির কাছে যুগল বোমা আক্রমণে অন্তত ১২ জন মানুষ নিহত এবং আরো ৬০ জন আহত হয়েছে৷ নিহতদের মধ্যে চারজন ছিল আফগান পুলিশ৷ আহতদের মধ্যে আইসাফ রক্ষীবাহিনীর সদস্যরাও আছে৷ কাবুল সরকার এবং ন্যাটো মিলে দেশের প্রত্যন্ত অঞ্চলে তালেবানদের সঙ্গে যোঝার জন্য যে সব সশস্ত্র গোষ্ঠী সৃষ্টি করেছেন, তাদের বলা হয় আর্বাকিস৷ রবিবার পূর্ব আফগানিস্তানে এই ধরণের একটি সশস্ত্র গোষ্ঠী একটি গ্রাম আক্রমণ করে অন্তত দশজন গ্রামবাসীর প্রাণহানি ঘটিয়েছে৷

এসি / এএইচ ( এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য