আবদুল হামিদকে প্রণব মুখার্জির উপহার
২৩ ডিসেম্বর ২০১৪বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সরকারি বেতার ও টেলিভিশন– আকাশবাণী ও দূরদর্শন – এই দুটি মাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্য, খবর ও সাক্ষাৎকারের দুটি সিডি উপহার দিয়েছেন প্রণব মুখার্জি৷
শুক্রবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আবদুল হামিদকে স্বাগত জানান ভারতের রাষ্ট্রপ্রধান৷ সেই সময় হামিদের হাতে সিডি দুটি তুলে দেয়া হয় বলে জানিয়েছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো৷
এ প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়া জানায়, প্রণব মুখার্জির অনুরোধে অল ইন্ডিয়া রেডিও একাত্তর ও পরবর্তী সময়ে দেয়া শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার ইত্যাদি সিডিতে ধারণ করে৷ এছাড়া ভারতের লোকসভার বিবৃতি, আকাশবাণী কলকাতায় প্রচারিত ‘সংবাদ বিচিত্রা' অনুষ্ঠান ও অন্যান্য সংবাদ – এ সবও রয়েছে সিডিতে৷
ভারতীয় কর্মকর্তারা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আকাশবাণী, কলকাতা গুরুত্বপর্ণ ভূমিকা পালন করে৷ সে সময় প্রচারিত অনেক অনুষ্ঠান স্থায়ীভাবে সংরক্ষণ করা না থাকলেও বেশ কিছু ‘টেপ' উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তাঁরা৷
টাইমস অফ ইন্ডিয়া তাদের সংবাদটি টুইটারে প্রকাশ করলে ঢাকার মানবসম্পদ বিষয়ক পেশাজীবী তুষার কান্তি ঘোষ বাংলাদেশকে ভারতের দেয়া এই উপহারের প্রশংসা করেন৷
এদিকে, ভারত সফরের শেষ পর্যায়ে সোমবার কলকাতা পৌঁছেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ৷ এনডিটিভি-র খবর অনুযায়ী, মঙ্গলবার তিনি শান্তিনিকেতনে যাবেন৷ এরপর কলকাতায় ফিরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন৷
এর আগে রবিবার জয়পুর পৌঁছালে বাংলাদেশের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়৷ সেখান থেকে তিনি আজমির শরিফে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যান৷
জেডএইচ/ডিজি (টাইমস অফ ইন্ডিয়া)