1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবর্জনা থেকে ইট তৈরি

ইয়ান ফিলিপ শোলৎস/জেডএইচ৯ মার্চ ২০১৬

আবর্জনাকে লাভজনক কাঁচামালে পরিণত করা গেলে তা যেমন পরিবেশের জন্য লাভজনক হয়, তেমনি এতে কিছু লোকেরও কর্মসংস্থান হয়৷ গ্যাবনের একটি কোম্পানি সেই চেষ্টাই করছে৷

https://p.dw.com/p/1I9UR
BdW Global Ideas Bild der Woche KW 09/2016 Marseille Ausstellung Plastikmüll
ছবি: Getty Images/AFP/B. Horvat

‘গ্লোবাল সার্ভিসেস' নামের এই কোম্পানির কর্মীরা প্রতি সপ্তাহে কয়েকবার লাম্বারেনে বাজারে গিয়ে ময়লা বাছাই করেন৷ জৈব ময়লা ভরা হয় গোলাপি রংয়ের ব্যাগে, আর প্লাস্টিক আবর্জনা নীল রংয়ের ব্যাগে৷ কোম্পানির প্রধান নির্বাহী ফার্মিন মাকায়া বলেন, ‘‘দুর্ভাগ্যবশত এখানকার (লাম্বারেনের) মানুষ রাস্তায় ময়লা ফেলতে অভ্যস্ত৷ অনেকে বুঝতে পারেন না কেন ময়লা পৃথক ও রিসাইকেল করা উচিত৷ তাই প্রতিবারই আমাদের তাদের এই ব্যাপারটা বোঝাতে হয়৷ শুধুমাত্র অধিবাসীদের নয়, শহর কর্তৃপক্ষকেও৷''

গত কয়েক বছরে লাম্বারেনের আবর্জনা সমস্যা বড় হয়ে উঠেছে৷ বর্জ্য ব্যবস্থাপনার অস্তিত্ব আছে শুধু কাগজে৷

৩৭ বছর বয়সি মাকায়া একটি বর্জ্য সংগ্রহকারী কোম্পানি চালু করেছেন যেখানে আটজন কাজ করে৷ তারাই এখন লাম্বারেনের তারকা৷ তাদের কাজ সম্পর্কে বাজারের একজন বললেন, ‘‘তারা যা করছে দেখে ভালোই লাগছে৷ কারণ এই এলাকায় যারা কাজ করে তাদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন৷'' আরেক নারীর মন্তব্য এরকম, ‘‘সত্যিই আগে এখানে অনেক ময়লা থাকত৷ কিন্তু যখন থেকে ‘গ্লোবাল সার্ভিসেস' কাজ শুরু করেছে, আপনি পার্থক্যটা দেখতে পাচ্ছেন৷''

তিন চাকার যানে করে প্রতিদিন লাম্বারেনের পাশে থাকা স্তূপে ময়লা ফেলা হয়৷ শুরুর বিনিয়োগের টাকা দিয়ে এর অর্থায়ন করে কোম্পানি৷ একটি প্রতিযোগিতায় জিতে এই অর্থ পেয়েছিলেন মাকায়া৷

লাম্বারেনের জঙ্গলে একটি রিসাইকেল প্ল্যান্ট স্থাপন করতে চান মাকায়া৷ বালুর সঙ্গে প্লাস্টিক বর্জ্য মিশিয়ে সিমেন্টের মতো ইট তৈরি করা হবে৷ রাস্তা তৈরিতে এই ইট কাজে লাগানো যাবে৷ ইতিমধ্যে জমি কেনা হয়ে গেছে, সেটা পরিষ্কারও করা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য