1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমস্যা দুটি, সমাধান একটি

২২ জুন ২০১৫

সমস্যা দুটি, সমাধান একটি৷ এমনই এক উপায় বের করেছেন ইন্দোনেশিয়ার তরুণ চিকিৎসক গামাল আলবিনসাঈদ৷

https://p.dw.com/p/1FiPY
Local Heroes Artikelmotiv Bengali PNG
ছবি: DW

সমস্যা দুটির একটি যেখানে সেখানে পড়ে থাকা আবর্জনা৷ আর অন্যটি বিমা না থাকার কারণে গরিব মানুষের চিকিৎসা সেবা না পাওয়া৷ এই দুই সমস্যার সমাধান বের করেছেন আলবিনসাঈদ৷ সেটি হলো – গরিব মানুষেরা আবর্জনা সংগ্রহ করে ক্লিনিকে নিয়ে যাবে৷ তার বিনিময়ে তারা চিকিৎসা সেবা পাবে৷ আর ক্লিনিক ঐ ময়লাগুলো রিসাইকল করে সার ও কম্পোস্ট তৈরি করে সেগুলো বিক্রি করে অর্থ আয় করবে৷ এর মাধ্যমে ক্লিনিক ঐ দরিদ্র মানুষগুলোকে দেয়া চিকিৎসাসেবার বিনিময়মূল্য ফিরে পাবে৷ এতে লাভ হবে দুটো৷ এক, যত্রতত্র পড়ে থাকা আবর্জনা পরিষ্কার হবে৷ আর দুই, অর্থ না থাকা সত্ত্বেও গরিবেরা চিকিৎসাসেবা পাবে৷

বছর দুয়েক আগে বের করা আলবিনসাঈদের এই উপায়ে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বিমাহীন মানুষ চিকিৎসা সুবিধা পেয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ‘ফাস্ট কোম্পানি'৷ এই ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশই চিকিৎসা বিমা সুবিধার আওতার বাইরে রয়েছে৷

আলবিনসাঈদের নিজের কোম্পানি ‘গার্বেজ ক্লিনিক্যাল ইনসুরেন্স' এর ক্লিনিক সহ আরও চারটি ক্লিনিক এভাবে গরিবদের চিকিৎসা দিচ্ছে৷ দুই কেজির একটু বেশি পরিমাণ প্লাস্টিক বোতল কিংবা অন্যান্য প্লাস্টিক অথবা ৫ কেজি কার্ডবোর্ড জমা দিলে ঐ ক্লিনিকগুলোতে দুই মাস পর্যন্ত মৌলিক স্বাস্থ্য সুবিধা পাওয়া যায়৷

আলবিনসাঈদ জানান, ২০০৫ সালের একটি ঘটনা তাকে এই উপায় বের করতে অনুপ্রেরণা জুগিয়েছে৷ সেসময় তিন বছরের একটি মেয়ে বিমা না থাকার কারণে ডাক্তারের কাছে যেতে না পারায় ডায়রিয়ায় মারা গিয়েছিল৷ দুঃখজনক এই ঘটনার পর বিমা সমস্যার সমাধানে কয়েকটি উপায় বের করেছিলেন৷ কিন্তু সেগুলো সফল না হলেও বর্তমান এই মডেলটি সফলতার মুখ দেখেছে৷

আলোচিত এই বিষয়টি নিয়ে তৈরি করা একটি ভিডিওতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মালং শহরের অবস্থা বর্ণনা করা হয়েছে৷ আলবিনসাঈদ জানান, ঐ শহরের মোট আবর্জনার মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ ময়লা নিয়মিত সংগ্রহ করা হয়৷ বাকিগুলো যত্রতত্র পড়ে থাকে৷ তিনি বলেন, তাঁর বের করা উপায়ে হয়ত সমাজের অনেক বড় উপকার হচ্ছে না, কিন্তু গরিব মানুষগুলোর জীবনে এর বড় প্রভাব পড়ছে৷

জেডএইচ/ডিজি (ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য