ইতিহাস গড়তে পারে বায়ার্ন
২১ মার্চ ২০১৪শনিবার মাইনৎস-এর বিরুদ্ধে ম্যাচে যদি বায়ার্ন জেতে এবং একই সময়ে বোরুসিয়া ডর্টমুন্ড এবং শাল্কে পয়েন্ট হারায়, তবেই ইতিহাস গড়তে পারে বায়ার্ন৷ গত মৌসুমে ছয়টি ম্যাচ বাকি থাকতেই শিরোপা জেতে দলটি৷ এবার সেই সংখ্যাটা হতে পারে আটটি ম্যাচ হাতে রেখেই৷
বলা যেতে পারে, টানা ৫০টি ম্যাচে অপ্রতিরোধ্য বায়ার্ন এখন বাতাসে ভাসছে৷ মাইনৎস-এর বিরুদ্ধেও গত তিনটি ম্যাচে জয়ী হয়েছে বায়ার্ন৷ আর প্রতিটিতেই জয় ছিল তিন গোলের ব্যবধানে৷ সবশেষ ২০১১ সালের ২৭শে নভেম্বর বায়ার্নের বিপক্ষে জিতেছিল মাইনৎস৷ তবে মাইনৎস-এর কোচ টোমাস টুখেল-এর হিসাবটা আবার ভিন্ন রকম৷ বায়ার্নের বিপক্ষে তাঁর জয়ের রেকর্ডটা ৩৩ শতাংশ৷ বুন্ডেসলিগার সব কোচের চেয়ে তাঁর রেকর্ডই সেরা৷
এদিকে, বায়ার্ন মিউনিখ ক্লাবের সাবেক ম্যানেজার ও প্রেসিডেন্ট উলি হ্যোনেস খুব শিগগিরই কারাভোগ করবেন৷ হয়ত এই সপ্তাহটাই কেবল মুক্ত থাকছেন তিনি৷ কর ফাঁকি দেওয়ায় তাঁকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল৷ বায়ার্ন টিমের সাফল্যের পেছনে উলি হ্যোনেসের অবদান অনেক৷
অন্যদিকে, ডর্টমুন্ড তাদের গত দুটি ম্যাচ হেরেছে৷ আর দুটিই নিজেদের মাঠে৷ লিগে ডর্টমুন্ডের পয়েন্ট এখন ৪৮, অবস্থান দ্বিতীয়৷ ডর্টমুন্ডের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শাল্কে৷
এপিবি/এসবি (এপি,এএফপি)