1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিতে সুরঞ্জিত

২২ মে ২০১২

এপিএস-এর গাড়িতে ৭০ লাখ টাকার ঘটনায় এক মাসেরও বেশি সময় নিভৃতে থেকে আবারো রাজনীতিতে সরব হলেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত৷ মন্ত্রণালয়ের তদন্তে তাঁকে নির্দোষ বলার পর তিনি আজই প্রকাশ্য কোন সভায় রাজনৈতিক কথা বললেন৷

https://p.dw.com/p/14zvA
ছবি: DW

নিজের এপিএস-এর গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন৷ তখনই তিনি বলেন, এটি তাঁর রাজনীতিরও যাত্রাবিরতি৷ এরপর তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেও হয়ে ওঠেন নিভৃতচারী৷ তবে মন্ত্রণালয়ের তদন্তে তাঁকে নির্দোষ বলার পর এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী অনুমতি দিলে আবারো রাজনীতিতে ফিরে আসতে চান বলে জানান সুরঞ্জিত৷ আর মঙ্গলবার তিনি ঢাকায় আওয়ামী মৎসজীবীদের এক সমাবেশে আবার প্রকাশ্যে এলেন৷ কথা বললেন রাজনীতি নিয়ে৷

তিনি বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানান৷ তিনি বলেন, তাঁর দল সব সময়ই সংলাপের পক্ষে৷ বিএনপি আলোচনায় না এসে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চালাচ্ছে৷ তাঁরা যদি আলোচনায় সন্তুষ্ট না হন, সমস্যা সমাধানে আদালতে যেতে পারেন৷

এদিকে মন্ত্রণালয়ের তদন্ত শেষ হলেও ৭০ লাখ টাকা নিয়ে দুদকের তদন্ত শেষ হয়নি৷ দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরী জানান, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত'র এপিএস-এর ড্রাইভার আলী আজমের সঙ্গে কথা না বলা পর্যন্ত তদন্ত শেষ হবেনা৷ তাঁরা তাঁর বক্তব্য নেয়ার চেষ্টা করছেন৷ তদন্ত শেষ হওয়ার আগে কাউকেই নির্দোষ বলা যাবেনা৷ তিনি জানান, রেলের নিয়োগ বাণিজ্য নিয়েও তাঁরা তদন্ত করছেন৷ দুদক জানায়, দু'টি তদন্তেই তারা সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর সঙ্গে কথা বলবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য