আরব দেশগুলোর দাবি প্রত্যাখ্যান এর্দোয়ানের
২৬ জুন ২০১৭তুরস্কের বৃহত্তম শহর ইস্তান্বুলে রবিবার ঈদের নামাজ শেষে এর্দোয়ান বলেন, ‘‘আরব দেশগুলো সেনা ঘাঁটি প্রসঙ্গে যে দাবি জানিয়েছে, তা অসম্মানজনক৷ তুরস্ক নিজেদের প্রতিরক্ষা সহযোগিতার চুক্তির ব্যাপারে কখনোই অন্যের অনুমতি নিয়ে কাজ করে না৷'' ২০১৪ সালে কাতারে তুরস্কের সেনা ঘাঁটি স্থাপনের ব্যাপারে প্রস্তাব পাস হয় আংকারার পার্লামেন্টে৷ এর্দোয়ান বলেছেন, ‘‘কাতারের কাছে আরব দেশগুলোযে ১৩টি দাবি জানিয়েছে তা আন্তর্জাতিক আইনবিরোধী৷''
তথাকথিত ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে ‘মদদ দিচ্ছে'– এই অভিযোগ তুলে গত ৫ জুন প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়৷ সেইসঙ্গে কাতারের সব নাগরিককে দেশে ফেরার নির্দেশও দেওয়া হয়৷
২৩ শে জুন সম্পর্ক ছিন্ন করা পাঁচ আরব দেশ কাতারের উপর থেকে অবরোধ তুলে নিতে ১৩টি দাবির একটি তালিকা দোহায় পাঠায়৷ দাবি মেনে নেওয়ার জন্য কাতারকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়৷ দাবির অন্যতম হলো আল-জাজিরা চ্যানেল বন্ধ করে দেয়া, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা এবং কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া৷
কাতারের সমর্থনে এর্দোয়ান আরও বলেন, ‘‘এই ১৩ দাবির বিরুদ্ধে কাতারের আচরণকে সমর্থন এবং প্রশংসা করছি আমরা৷ কেননা, আপনি একটি দেশের সার্বভৌমত্বকে আঘাত করতে পারেন না৷'' যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন সংকট সমাধানে আরব দেশগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস সন্ত্রাসবাদ দমনে আরব দেশগুলো একজোট হয়ে কাজ করবে৷''
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)