ব্রাসেলসে শীর্ষ সম্মেলন
১৫ অক্টোবর ২০১৫এবারের সম্মেলনে সংকটের সমাধানে তুরস্কের সহায়তা চাওয়া হবে৷ ইইউ ইতিমধ্যে একটি প্রস্তাবনা তৈরি করেছে৷ তাতে দুই মিলিয়নের বেশি শরণার্থী গ্রহণের জন্য তুরস্ককে এক বিলিয়ন ইউরো পর্যন্ত সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে৷ এছাড়া শরণার্থীদের জন্য আরও শিবির তৈরি ও শরণার্থীরা যেন সাগর পাড়ি দিয়ে গ্রিসে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে তুরস্করের কোস্টগার্ডকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে৷ তবে প্রাথমিকভাবে তুরস্ক ইইউ-র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷ তারা আরও বেশি অর্থ চাইছে৷ এছাড়া তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও আইএস যোদ্ধাদের দমনে ইউরোপের কাছ থেকে আরও সহযোগিতা চেয়েছে তুরস্ক৷ সঙ্গে ইইউতে যোগদানে তুরস্কের ইচ্ছার বিষয়টিও আবার সামনে নিয়ে আসা হচ্ছে৷
শরণার্থী সংকটের সমাধানে তুরস্কের ভূমিকার গুরুত্ব নিয়ে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী রবিবার তুরস্ক যাবেন ম্যার্কেল৷
জার্মান সংসদে দেয়া বক্তব্য ম্যার্কেল বলেন, সমস্যার সমাধানে ইউরোপকে সংহতি দেখাতে হবে৷ তবে ম্যার্কেলের এই মন্তব্যের প্রতিক্রিয়া দেখা গেছে টুইটারে৷
এদিকে, ইইউ-র তুরস্কের কাছে সহায়তা চাওয়ার বিষয়ে কার্টুনসহ একটি মন্তব্য প্রতিবেদন ছেপেছে ‘দ্য ইকোনমিস্ট'৷
বার্তা সংস্থা এএফপি সিরীয় শরণার্থীরা কোথায় আশ্রয় নিয়েছে সে পরিসংখ্যান দিয়ে একটি ‘ইনফোগ্রাফিক' তৈরি করেছে৷ এতে দেখা যাচ্ছে, তুরস্কে ইতিমধ্যে দুই মিলিয়নের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে৷
বৃহস্পতিবারের ইইউ শীর্ষ সম্মেলনের লাইভ আপডেট পাওয়া যাবে এখানে৷
সম্মেলনে ব্রিটেনের ইইউ-তে থাকা, না থাকার বিষয়টি নিয়েও আলোচনা হবে৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ