1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-র সমালোচনায় আইএমএফ

১৫ জুলাই ২০১৫

গ্রিস প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ৷ সংস্থাটি মনে করে, গ্রিসকে ইউরো জোনের দাতারা যে পরিমান ঋণ দেয়ার অঙ্গিকার করেছে, দেশটির জন্য তা যথেষ্ট নয়৷

https://p.dw.com/p/1FynK
Griechenland Demonstration in Athen
ছবি: Reuters/Y. Kourtoglou

অনেক নাটকীয়তার পর শর্তসাপেক্ষে গ্রিসকে তিন বছরের জন্য ৮৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে ইইউ৷ এই ৮৬ বিলিয়ন ইউরোর মধ্যে ৪০ থেকে ৫০ বিলিয়ন ইউরো দেবে ইউরোজোনের দাতারা, বাকিটা দেবে আইএমএফ৷ কিন্তু মঙ্গলবার এক প্রতিবেদনে আইএমএফ বলেছে, গ্রিসের অর্থনীতিকে চাঙ্গা করতে এর চেয়ে অনেক বেশি ঋণের দরকার৷ তাছাড়া ঋণগ্রস্ত দেশটিকে ৩ বছর নয়, অন্তত ৩০ বছর সময় দেয়া দরকার বলেও সংস্থাটি মনে করে৷

এদিকে সংস্কারের শর্তে ইউরোজোনের দাতারা নতুন করে ঋণ দিতে রাজি হলেও গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের সামনের সব বাধা এখনো দূর হয়নি৷ গ্রিসকে ঋণ দেয়া হচ্ছে, শ্রম আইন, অবসর ভাতা, ভ্যাট বা মূল্য সংযোজন করসহ অন্যান্য কর ব্যবস্থায় সংস্কার সাধনের শর্তে৷ এই শর্ত পূরণের ব্যাপারটি সংসদে পাশ করাতে হবে৷ আজ, অর্থাৎ বুধবারই এ নিয়ে ভোট হবে গ্রিসের সংসদে৷ সিপ্রাস আশা করছেন, দেশের জনগণ এখনো তাঁর পাশে থাকবে৷ তবে অনেক বিশ্লেষকই মনে করেন, আগে প্রস্তাবিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে জনসমর্থন আদায় করা সিপ্রাসের পক্ষে একই শর্তমালা মেনে কাজ করা ভবিষ্যতে খুব সহজ হবেনা৷ তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা৷

গ্রিস-সংকটে জার্মানির ভূমিকা নিয়ে একটি জরিপ হয়েছে জার্মানিতে৷ জরিপে শতকরা ৫৫ ভাগ মানুষই জানিয়েছেন, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বে জার্মানি যে অবস্থান নিয়েছে তা পুরোপুরি ঠিক আছে৷ স্টার্ন ম্যাগাজিন পরিচালিত এই জরিপে অংশ নেয়া ১০০১ জনের মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি মানুষ বলেছে, ম্যার্কেল যদি গ্রিসকে ইইউ থেকে বের করে দিতেন, তাহলেই ভালো হতো৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য