ইইউ সবচেয়ে খারাপ আচরণ করে, মন্তব্য ট্রাম্পের
১৫ অক্টোবর ২০১৮‘‘বাণিজ্যের ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি সুবিধা পাওয়ার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল এবং তারা সেটা করেছে,'' বলেন ট্রাম্প৷
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নতুন রূপ দেয়ার চেষ্টা করছেন৷ কিন্তু তা করতে গিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে অবনতি ঘটেছে৷ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দূর করতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করেছে৷ পালটা ব্যবস্থা হিসেবে চীনও মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে৷
চীনের মতো ইইউ থেকে গাড়ি আমদানিরওপরও শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র৷ তবে গত জুলাইতে ট্রাম্প ও ইইউ প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকারের মধ্যে বৈঠকের পর সেই পরিকল্পনা সাময়িক স্থগিত করে ট্রাম্প প্রশাসন৷ এছাড়া ঐ দুই নেতার বৈঠকে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমানোর সিদ্ধান্ত হয় এবং সেই লক্ষ্যে এখন আলোচনা চলছে৷ আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো দেশ একে অপরের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করবেনা বলেও সিদ্ধান্ত হয়েছে৷
যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে বৈরী আচরণ করছে কিনা, এই প্রশ্নের জবাবে সিবিএস সাংবাদিক লেসলি স্টালকে ট্রাম্প বলেন, ‘‘আপনি জানেন, বৈরিতা কাকে বলে? তারা আমাদের সঙ্গে যেটা করছে৷ আমরা বৈরী নই৷''
সাক্ষাৎকারে ন্যাটো নিয়েও কথা বলেন ট্রাম্প৷ জোটের অংশীদাররা পর্যাপ্ত চাঁদা দেয় না বলে অতীতে সমালোচনা করেছেন তিনি৷ তবে এখন জোটসঙ্গীরা চাঁদা বাড়ানোর অঙ্গীকার করায় খুশি মার্কিন প্রেসিডেন্ট৷ ‘‘এখন আমি ন্যাটো পছন্দ করি৷ ন্যাটো ঠিক আছে৷ কিন্তু আপনি জানেন? ইউরোপকে বাঁচাতে এতদিন আমাদের ন্যাটোর প্রায় পুরো খরচ দেয়াটা ঠিক হয়নি৷ তার ওপর তারা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি সুবিধা নিচ্ছে৷ এভাবে আর চলবে না৷ এটা তারা বুঝতে পারছে,'' বলেন ট্রাম্প৷
চেজ ভিন্টার/জেডএইচ