1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যুক্তরাষ্ট্রের কৌশল চীনের ক্ষেত্রে কাজ করবে না'

১৮ সেপ্টেম্বর ২০১৮

প্রায় ২০০ বিলিয়ন ডলার সমমূল্যের চীনা পণ্য আমদানির উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ চীনও প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে৷

https://p.dw.com/p/354Vd
China Qingdao - Containerhafen
ছবি: picture-alliance/dpa/Imaginechina/Y. Fangping

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির সমালোচনা করেন৷ এরপর ৫০ বিলিয়ন ডলারের সমপরিমাণ চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র৷ তার প্রতিক্রিয়ায় চীনও ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক ধার্য করেছিল৷

এরপর সম্পর্ক উন্নত করতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দলের মধ্যে কয়েক দফা আলোচনা হয়৷ কিন্তু তাতে কাজ হয়নি৷ ফলে সোমবার আবারও নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র৷ সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প একটি হুমকিও জুড়ে দেন৷ চীন যদি এবারও পালটা ব্যবস্থা গ্রহণ করে, তাহলে তৃতীয় দফা শুল্ক ধার্যের হুমকি দেন তিনি, এবং তার পরিমাণ ২৬৭ বিলিয়ন ডলার হবে বলেও জানান৷

নতুন ঘোষণা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে৷ এরপর জানুয়ারির ১ তারিখ থেকে সেটা বেড়ে হবে ২৫ শতাংশ৷

তবে ট্রাম্পের হুমকিতে কাজ হবে বলে মনে হচ্ছে না৷ কারণ, মঙ্গলবার চীন জানিয়েছে, তারা পালটা জবাব দেবে৷

এর আগে শুল্ক আরোপের জন্য ৬০ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছিল চীন৷ পালটা জবাব হিসেবে সেই পণ্যগুলোর উপরই চীন শুল্ক বসাতে পারে বলে মনে করা হচ্ছে৷

প্রতিক্রিয়া

নতুন করে চীনা পণ্যের উপর শুল্ক বসানোয় দুই দেশের মধ্যে যে আলোচনা চলছিল তার পরিবেশ ‘বিষাক্ত' হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন চীনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা৷ দেশটির সিকিউরিটিজ রেগুলেটর সংস্থার ভাইস চেয়ারম্যান ফাঙ চিঙ্ঘাই বলেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প একজন হার্ড-হিটিং ব্যবসায়ী৷ তিনি চীনের উপর চাপ প্রয়োগ করতে চান, যেন আলোচনার সময় তিনি সুবিধা পান৷ কিন্তু আমার মনে হয়, চীনের সঙ্গে এই ধরনের কৌশল কাজ করবে না৷''

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য