1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনের বহুতলে মিসাইল হামলা, মৃত অন্তত ১০

১ জুলাই ২০২২

কৃষ্ণ সাগরের ধারে ইউক্রেনের শহর ওডেসা। বৃহস্পতিবার সেখানে রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ।

https://p.dw.com/p/4DUxZ
ইউক্রেন
ছবি: Oleksandr Gimanov/AFP

ফের মিসাইল হামলা রাশিয়ার। কৃষ্ণ সাগর সংলগ্ন ওডেসায় বৃহস্পতিবার রাশিয়ার সেনা মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় গভর্নর। তার দাবি, একটি বহুতলে হামলা চালানো হয়। ঘটনায় এখনো পর্যন্ত ১০ জন বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার কথা জানা গেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ওডেসা অঞ্চলেই আরেকটি হাসপাতাল সংলগ্ন অঞ্চলে রাশিয়া আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। যদিও সেখানে কারো মৃত্যু হয়নি।

যুদ্ধের মাঝেই দেশে ফিরছেন যে শরণার্থীরা

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বহুতলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের সকলেই বেসামরিক ব্যক্তি। রাশিয়া ফের বেসামরিক ব্যক্তিদের উপর আক্রমণ চালিয়েছে বলে এদিন অভিযোগ করেছে ইউক্রেন। রাশিয়া অবশ্য এখনো এবিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়া মিসাইলটি কৃষ্ণসাগর অঞ্চলে বিমান থেকে ছুঁড়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। একইসঙ্গে অভিযোগ, স্থানীয় একটি হাসপাতাল চত্বরেও রাশিয়া আক্রমণ চালিয়েছে। সেখানে বহু মানুষ আহত হলেও এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রাশিয়ার দাবি

বৃহস্পতিবারই রাশিয়া জানিয়েছে, কৃষ্ণসাগরের ওডেসা বন্দরের কাছে স্নেক আইল্যান্ড থেকে তারা সেনা সরিয়ে নিয়েছে। ইউক্রেনের প্রতি সহানুভূতিশীল হয়েই রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলে তাদের দাবি। কিন্তু ইউক্রেনের বক্তব্য, তাদের হাউইৎজার আক্রমণের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাশিয়ার সেনা। এবং সে কারণেই যাওয়ার আগে তারা প্রতিহিংসা স্বরূপ ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে।

জার্মানির আশঙ্কা

আগামী মাসে নর্ড স্ট্রিম এক পরিষ্কার করার জন্য সাময়িকভাবে বন্ধ করা হবে। এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস আসে। জার্মান ভাইস চ্যান্সেলর সংবাদমাধ্যমের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া ফের গ্যাস সরবরাহ না-ও করতে পারে। অর্থাৎ, গ্যাস দেওয়া পুরোপুরি বন্ধ করে দিতে পারে। যদিও রাশিয়া এখনো পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাইডেনের বক্তব্য

বৃহস্পতিবার মাদ্রিদে শেষ হয়েছে ন্যাটোর সম্মেলন। সমাপ্তি বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ঐতিহাসিক সম্মেলন হয়েছে এবার। তার বক্তব্য, ২০১০ সালের পর ফের এবার ন্যাটো স্ট্রাটেজিক কনসেপ্টের পর্যালোচনা করল। রাশিয়াকে এদিন ফের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে বাইডেন বলেছেন, ন্যাটো সর্বশক্তি দিয়ে ইউরোপের শান্তি রক্ষা করবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)