1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের স্বাধীনতা দিবসের পরেই ক্রাইমিয়ায় ড্রোন হামলা

২৫ আগস্ট ২০২৩

৩২তম স্বাধীনতা দিবস উদযাপনের পর ইউক্রেন রাশিয়া-অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের উপর কমপক্ষে ৪৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে মস্কো দাবি করছে৷

https://p.dw.com/p/4Vag2
রাশিয়ার হামলা শুরু হবার পর ইউক্রেনের নেতৃত্ব বার বার অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপ আবার রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলেছে
রাশিয়ার হামলা শুরু হবার পর ইউক্রেনের নেতৃত্ব বার বার অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপ আবার রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলেছেছবি: Alyona Popova/TASS/dpa/picture alliance

মার্কিন প্রশাসন অ্যামেরিকায় ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেবে৷

শুধু মস্কো নয়, অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের উপরেও ড্রোন হামলারমুখে পড়ছে রাশিয়া৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, এয়ার ডিফেন্স বাহিনী ইউক্রেন থেকে পাঠানো ৪৫টি ড্রোনের হামলা বানচাল করা দিয়েছে৷ এর মধ্যে নয়টি সরাসরি ধ্বংস করা হয়েছে৷ বাকি ৩৩টি ইলেকট্রনিক হস্তক্ষেপের কারণে লক্ষ্যবস্তু পর্যন্ত না পৌঁছতে পেরে ভেঙে পড়েছে৷ ২০১৪ সালে অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোজহাইয়েভ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, যে শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে৷

রাশিয়া আরো জানিয়েছে, মস্কোর কাছে কালুগা অঞ্চলেও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে৷ সব হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করছে মস্কো৷ ইউক্রেন অবশ্য রাশিয়ার ভূখণ্ড বা অধিকৃত এলাকায় হামলা সম্পর্কে প্রকাশ্যে সরাসরি কোনো মন্তব্য করে না৷ তবে একসঙ্গে এত ড্রোন হামলা এর আগে দেখা যায়নি৷ বৃহস্পতিবার যুদ্ধের মাঝে দ্বিতীয় স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে ইউক্রেন জানিয়েছে, এক বিশেষ অভিযান চালিয়ে সৈন্যরা ক্রাইমিয়া উপদ্বীপের উপর ইউক্রেনের পতাকা উত্তোলন করেছে৷ রাশিয়ার দুটি সংবাদ সূত্র দাবি করেছে, ১৫ থেকে ২০ জন ইউক্রেনীয় ব্যক্তি রবারের নৌকো করে কেপ তারখানকুটের এক ক্যাম্প সাইটের কাছে পৌঁছেছিল বটে, কিন্তু তাদের হত্যা করা হয়েছে৷ ইউক্রেন অবশ্য প্রাণহানি সম্পর্কে কোনো মন্তব্য করে নি৷

গত বছর রাশিয়ার হামলা শুরু হবার পর ইউক্রেনের নেতৃত্ব বার বার অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপ আবার রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলেছে৷ ৩২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশে ঐক্যের ডাক দেন৷ এক ভিডিও বার্তায় তিনি সৈন্য, সামরিক সরঞ্জামের সঙ্গে যুক্ত কর্মী, ইলেকট্রিশিয়ান, সাংবাদিক, মাইন দূর করার কর্মী, শিক্ষক, ডাক্তার ও অ্যাথলেটদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ জেলেনস্কি বলেন, যারাই কাজ করছেন এবং অন্যদের কাজ দিচ্ছেন, তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কর দিয়ে সামরিক বাহিনীর ভবিষ্যৎ জয়ের জন্যও মানুষ অবদান রাখছেন৷

ইউক্রেনের স্বাধীনতা দিবসে মার্কিন প্রশাসনও এফ-১৬ যুদ্ধবিমান চালাতে সে দেশে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের ঘোষণা করেছে৷ ইউরোপের কয়েকটি দেশকে এমন বিমান ইউক্রেনের হাতে তুলে দেবার ছাড়পত্র এবং পাইলটদের প্রশিক্ষণে সম্মতির পর এবার ওয়াশিংটনও সরাসরি প্রশিক্ষণের সিদ্ধান্ত নিলো৷ সেপ্টেম্বর মাসে ইংরিজি ভাষার কোর্স ও অক্টোবর থেকে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেবে মার্কিন প্রশাসন৷ সেইসঙ্গে রক্ষাণাবেক্ষণ কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলি ক্ষমতার সীমায় পৌঁছে যাচ্ছে৷ তাই অ্যামেরিকা ‘প্রতিরোধমূলক পদক্ষেপ' হিসেবে সাহায্য করতে এগিয়ে এসেছে৷ এ দিন মার্কিন প্রশাসন আরো রুশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)