ইউক্রেনে সামরিক সহায়তা দ্বিগুণ করছে ইইউ
১১ মার্চ ২০২২ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলন শেষ হয়েছে৷ দুইদিনের বৈঠকে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে ছিল ইউক্রেন ইস্যু৷ বৈঠকে ইউক্রেনের সদস্যপদের আবেদন নিয়েও কথা বলেন নেতারা৷ এ নিয়ে মতভেদ ছিল তাদের মধ্যে৷ অনেকের মতে, ইউক্রেন যেভাবে জরুরিভাবে ইউরোপের সদস্য হতে চাইছে তেমন সংক্ষিপ্ত কোনো পথ নেই৷ তবে রাশিয়ার হামলা প্রতিহত করতে দেশটিকে আরো সামরিক সহায়তা দেয়ার বিষয়ে একমত হয়েছেন সবাই৷
ইউরোপীয় কাউন্সিলের প্রধান শার্ল মিশেল বৈঠকের শেষে বলেন, ইউক্রেনে নতুন করে আরো ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা পাঠাবেন তারা৷ এর আগেও ৫০ কোটি ইউরোর সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দেয়া হয়েছিল জোটের পক্ষ থেকে৷
অন্যদিকে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, রাশিয়া ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের উপর দ্রুতই চতূর্থ দফার নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে৷
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলা জোরদার
রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিমানঘাঁটিতে হামলা শুরু করেছে৷ রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ইগর কনাশেনকভ জানিয়েছেন, লুৎস্ক ও ইভানো ফ্রাঙ্কিভস্ক বিমানঘাঁটি অকার্যকর করতে মস্কো দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছে৷
আকাশপথে রাশিয়া প্রথমবারের মতো পূর্বাঞ্চলীয় দিনিপ্র শহরেও হামলা শুরু করেছে৷ দিনিপ্র দেশটির অন্যতম প্রধান বাণিজ্যিক ও চতূর্থ বৃহৎ শহর৷ সেই সঙ্গে চারপাশ থেকে কিয়েভকে ঘিরে এগোতে শুরু করেছে রুশ সেনাবাহিনী৷ তবে কিছুক্ষেত্রে ইউক্রেনের ট্যাংক-বিধ্বংসী অস্ত্রের বাধার মুখেও পড়ছে তারা৷ নতুন স্যাটেলাইট ছবিতে ইউক্রেনের রাজধানীর বাইরে রুশ বাহিনীর বিপুল গাড়ি বহর দেখা গেছে৷
এফএস/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)