1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনূস ইস্যু: সমঝোতা অথবা সম্পর্কে নেতিবাচক প্রভাব

২৩ মার্চ ২০১১

প্রফেসর ইউনূস ইস্যুতে সম্মানজনক সমঝোতা চায় মার্কিন যুক্তরাষ্ট্র৷ নতুবা এই ইস্যূতে মার্কিন-বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে, জানাচ্ছে গণমাধ্যম৷ এদিকে, কর্নেল তাহেরের বিচার অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট৷

https://p.dw.com/p/10g0A
প্রফেসর ইউনূসছবি: AP

গণমাধ্যমে ইউনূস ইস্যু

দৈনিক ইত্তেফাক এর শিরোনাম, ‘ড. ইউনূসকে অযথা অপসারণ করা হয়েছে'৷ বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ওব্লেক বলেছেন এই কথা৷ মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘ড. ইউনূসের বিষয়ে কার্যকর সমঝোতা না হলে তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলবে''৷ আর সমঝোতা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বাংলাদেশ সফরে রাজি করানো আমার জন্য সহজ হবে, মন্তব্য করেন ব্লেক৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলো'র শিরোনাম, ‘সরকার সম্মানজনক সমাধানের চেষ্টা করছে: গওহর রিজভী'৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী জানিয়েছেন, ‘‘বিষয়টি সুরাহার জন্য প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন''৷

রাজনীতিবিদদের মন্তব্য

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘‘ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে অ্যামেরিকাসহ বাইরের কারো হস্তক্ষেপ কাম্য নয়''৷ এই মন্তব্য গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ এছাড়া এই সংবাদমাধ্যমের আরেক শিরোনাম, ‘ইউনূস নিয়ে সমঝোতার খবর নাকচ অর্থমন্ত্রীর'৷ প্রফেসর ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর সমঝোতার উদ্যোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘‘এধরনের কিছু হয়নি''৷

তাহেরের গোপন বিচার অবৈধ

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘বিচারের নামে ঠাণ্ডা মাথায় খুন'৷ মঙ্গলবার আদালত বলেছে, ‘‘জিয়াউর রহমানের পরিকল্পনায় বিচারের নামে কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিল''৷ ১৯৭৬ সালের সামরিক আদালতের সেই গোপন বিচারকে অবৈধ ও বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট৷ এছাড়া এই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘তাহেরসহ অন্যদের গোপন সামরিক বিচার অবৈধ'৷ দৈনিক সমকাল লিখেছে, ‘তাহেরের গোপন বিচার অবৈধ'৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য