ইউরোপে চালু হয়ে গেল ডিজিটাল কোভিড সার্টিফিকেট
১ জুলাই ২০২১১লা জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নে অভিন্ন কোভিড সার্টিফিকেট চালু হলো৷ এই ব্যবস্থা ভ্রমণের পথে বাধা দূর করার প্রতিশ্রুতি নিয়ে এলেও কার্যক্ষেত্রে অনেক সমস্যার আশঙ্কা দূর হচ্ছে না৷
করোনা মহামারির কারণে গত প্রায় দেড় বছরের অনিশ্চয়তা ঝেড়ে ফেলে ১লা জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ভ্রমণ আবার সহজ করে তুলতে একক কোভিড সার্টিফিকেট চালু করলো৷ ফলে কাগজে অথবা স্মার্টফোনে ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোড দেখিয়ে সদস্য দেশগুলির মধ্যে অবাধ যাতায়াতের সুযোগ খুলে যাবার কথা৷ ইইউ-তে অনুমোদিত টিকারসব ডোজ পেলে, সম্প্রতি করোনা পরীক্ষার নেতিবাচক ফল থাকলে অথবা করোনাজয়ী হিসেবে প্রমাণ থাকলে সেই সার্টিফিকেট ব্যবহার করা যাবে৷ ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী এই সার্টিফিকেট দেখালে সদস্য দেশগুলিতে ভ্রমণের সময় কোয়ারেন্টাইন বা নতুন করে করোনা পরীক্ষার প্রয়োজন আর থাকবে না৷ আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইনের মতো শেঙেন-ভুক্ত দেশেও সেই সার্টিফিকেট কার্যকর হচ্ছে৷
কাগজে কলমে অবাধ ভ্রমণের সুযোগ তৈরি হলেও করোনা ভাইরাসের চরম ছোঁয়াচে ডেল্টাসংস্করণের প্রসার বাস্তবে ইউরোপের মধ্যে ভ্রমণের পথে একের পর এক বাধা সৃষ্টি করছে৷ ফলে গ্রীষ্মের ছুটির মরসুমে পর্যটকদের সতর্ক থাকতে হবে৷
ইইউ আইনের মধ্যে জরুরি পরিস্থিতির সামাল দিতে হাতিয়ার হিসেবে যে ‘এমারজেন্সি ব্রেক' অন্তর্গত করা হয়েছে, জার্মানির মতো দেশ তার পূর্ণ ব্যবহার শুরু করে দিয়েছে৷ ডেল্টা সংক্রমণ এড়াতে পর্তুগাল থেকে জার্মানিতে প্রবেশ করতে কোনো ব্যতিক্রম ছাড়াই ১৪ দিনের কোয়েরান্টাইন বাধ্যতামূলক করা হয়েছে৷ জার্মানির এমন একক সিদ্ধান্তের কারণে ইইউ বিরক্তি প্রকাশ করলেও কার্যক্ষেত্রে ভ্রমণের উপর নিষেধাজ্ঞার অধিকার সদস্য দেশগুলির আছে৷
ব্রিটেনে ডেল্টা ভেরিয়েন্টের বেড়ে চলা প্রকোপের কারণেও ইউরোপে দুশ্চিন্তা বাড়ছে৷ ইউরোপের তুলনায় সে দেশে সংক্রমণের হার প্রায় সাত গুণ বেশি হওয়া সত্ত্বেও সেখান থেকে পর্যটকদের অবাধ প্রবেশ সুযোগ দেওয়ায় চাপের মুখে পড়ছে ইউরোপের দক্ষিণের দেশগুলি৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই সব দেশে ব্রিটিশ পর্যটকদের উপর নিয়ন্ত্রণের অভাবের সমালোচনা করেছেন৷
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ভ্যাকসিন সার্টিফিকেটের সুবাদে এবং ইউরোপের বাইরে ‘নিরাপদ' দেশ থেকে ভ্রমণের সুযোগ সত্ত্বেও সদস্য দেশগুলির বিধিনিয়মে পার্থক্যের কারণে বিমান ও পর্যটন শিল্প বিমানবন্দরে অরাজকতার আশঙ্কা করছে৷ তাছাড়া টিকার সব ডোজ পাওয়া মানুষের সংখ্যা এখনো যথেষ্ট কম হওয়ায় চলতি বছর পর্যটনের উপর ডিজিটাল সার্টিফিকেটের প্রভাব সীমিত থাকবে বলে অনুমান করা হচ্ছে৷
এদিকে ইউরোপীয় ইউনিয়ন বুধবার ক্যানাডা-সহ ১১টি দেশকে ‘নিরাপদ' দেশের তালিকায় স্থান দিয়েছে৷ অর্থাৎ এই সব দেশ থেকে ইউরোপে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিয়ম অনেক শিথিল করা হচ্ছে৷ কিছু সদস্য দেশ এই সব দেশ থেকে প্রবেশের শর্ত হিসেবে নেগেটিভ কোভিড পরীক্ষা দাবি করতে পারে৷
এসবি/কেএম (এএফপি, রয়টার্স)