বিশ্বকাপের রেকর্ড
১২ জুন ২০১৪সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে: ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে)৷
সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছেন: মেক্সিকোর আন্তোনিও কারবায়াল (১৯৫০ থেকে ১৯৬৬, পাঁচটি বিশ্বকাপে); জার্মানির লোটার মাটেউস (১৯৮২ থেকে ১৯৯৮, পাঁচবার)৷
কোন কোন দেশ এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে: ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স এবং আর্জেন্টিনা৷
দ্রুততম গোল: খেলার ১১ সেকেন্ডের মাথায়; ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তুরস্কের হয়ে গোলটি করেন হাকান সুকুর; তুরস্ক জিতেছিল ৩-১ গোলে৷
একটি বিশ্বকাপে সর্বাধিক গোল করেছেন: ফ্রান্সের জুস্ত ফঁতেন, ১৯৫৮ সালের বিশ্বকাপে, সর্বসাকুল্যে ১৩টি৷
(একাধিক বিশ্বকাপ মিলিয়ে) সর্বাধিক গোল: ব্রাজিলের রোনাল্ডো: ১৫টি গোল (১৯৯৮, ২০০২ এবং ২০০৬-এর বিশ্বকাপে)৷ এবার জার্মানির মিরোস্লাভ ক্লোজে হয়ত সে রেকর্ড ভাঙতে পারেন৷
বিশ্বকাপে তরুণতম খেলোয়াড়: উত্তর আয়ারল্যান্ডের নর্মান হোয়াইটসাইড, ১৯৮২ সালের বিশ্বকাপে খেলেন তিনি; হোয়াইসাইডের বয়স তখন ১৭ বছর, এক মাস, দশ দিন৷
বিশ্বকাপে প্রবীণতম খেলোয়াড়: মার্কিন যুক্তরাষ্ট্রের রজার মিলা, ১৯৯৪ সালের বিশ্বকাপে খেলেন; তখন তাঁর বয়স ৪২ বছর, এক মাস, আট দিন৷
সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছে যে দেশ: স্বভাবতই ব্রাজিল! ব্রাজিলই একমাত্র দেশ যারা ১৯৩০ থেকে আজ অবধি কোনো বিশ্বকাপেই অনুপস্থিত থাকেনি৷ ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে৷
এসি/ডিজি (এএফপি, এপি)